সমস্ত জল্পনার অবসান। এগরায় অমিত শাহর (Amit Shah) সভামঞ্চেই শেষপর্যন্ত তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। এদিন এগরাতে অমিত শাহের পাশে দাঁড়িয়ে একইসঙ্গে জনতার উদ্দেশ্যে প্রণাম করতে দেখা যায় শিশিরকে। 'ভারত মাতা কি জয়' স্লোগানেও গলা মেলান তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে এদিন শিশির বলেন, "এটা মেদিনীপুরের সম্মান বাঁচানোর লড়াই।" শিশিরের মতে, "মাঠ পরিস্কার, নন্দীগ্রামে জিতবেন শুভেন্দুই।" শিশির অধিকারী যোগ দেওয়ায় বর্তমানে রাজ্যে বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে হল ২০। একইসঙ্গে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো ২০তে।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে রাজ্যই রাজনীতিতে বারেবারেই যে প্রশ্নটা উঠে এসেছে তা হল, এবার কি শিশির অধিকারীও বিজেপিতে যোগ দেবেন? তার মঝেই বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু অধিকারী। যার জেরে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা আরও জোড়ালো হয়। সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় শিশির অধিকারীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। যার জেরে সেই জল্পনার পালে আরও বেশি করে হাওয়া লাগে। আর তারপরে খোদ শিশিরবাবুও তেমনটাই ইঙ্গিত দেন। অবশেষে এদিন বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী।
অন্যদিকে এদিনই কাঁথিতে নাম না রে অধিকারীদের তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি একটা বড় গাধা জানেন তো? এই গদ্দাররা দলে থেকে হাজার হাজার কোটি টাকা করেছে, আমি বুঝতেই পারিনি।" কাঁথি দক্ষিণে নির্বাচনী সভায় গিয়ে নাম না করে এভাবেই অধিকারীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, "দলে থেকে এত টাকা রোজগার করেছে, আর আমি এতদিন বুঝতেই পারিনি। এরা টাকা করে গুন্ডা পুষে চলেছে, আর সেই গুন্ডাদের টাকা দিচ্ছে।" মমতার আরও আক্রমণ, "২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। মানে মেদিনীপুরের মানুষের সঙ্গে গদ্দারি করেছে। ঘরে সিঁধ কেটে বিজেপিকে রাজ্যে এনেছে।"