scorecardresearch
 

চাপ বাড়ল মমতা-সরকারের ওপর, দমদমে ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে পুলিশকর্মীরা

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা ভাতা পাচ্ছেন না। নিজেদের সমস্যার কথা বার বার প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ নেমেছেন।

Advertisement
দমদমে পুলিশকর্মীদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়িয়েছে (প্রতীকি ছবি) দমদমে পুলিশকর্মীদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়িয়েছে (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • ভোটর আগে চিন্তা বাড়ল রাজ্য সরকারের
  • এবার বিক্ষোভ দেখালেন পুলিশ কর্মীরা
  • দমদমে বিক্ষোভ দেখালেন পুলিশকর্মীরা

ভোটর আগে চিন্তা বাড়ল রাজ্য সরকারের। এবার বিক্ষোভ দেখালেন পুলিশ কর্মীরা। আর এতে চিন্তা বেড়েছে সরকারের। সোমবার দমদমে বিক্ষোভ দেখালেন পুলিশকর্মীরা।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা ভাতা পাচ্ছেন না। নিজেদের সমস্যার কথা বার বার প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ নেমেছেন।

দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এদিন তাঁরা বিক্ষোভ দেখান। সকালে একদল পুলিশ কর্মী সেখানে বিক্ষোভ দেখান। সংশোধনাগারের ভেতরে তাঁরা জড়ো হন এবং বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। তাদের মূল দাবি সমকাজে সমবেতন।

তাদের দাবিগুলির মধ্যে ছিল ভাতা ঠিক মতো না পাওয়া। রয়েছে রেশন ভাতা ঠিক না পাওয়ার অভিযোগও। এদিন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মতো তাঁদেরও যে অঙ্কের রেশন ভাতা পাওয়ার কথা, তা পাচ্ছেন না।

দমদম সংশোধনাগারের চিফ হেড ওয়ার্ডার প্রবীর বিশ্বাসের দাবি, তারা গত ৬ বছর ধরে বর্ধিত ভাতা পাচ্ছেন না। গত বছর ৫২ দিনের একটি বিশেষ একটি ভাতাও পাওয়া যায়নি। এ বছরে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬০ দিনের। তাঁরও আরও অভিযোগ, রেশনের জন্য টাকা বাড়ানো হলেও তা মিলছে না। এ ব্য়াপারে তিনি জানান, রেশনের জন্য যা বরাদ্দ, তা মিলছে না। রেশনের জন্য এখন পাওয়া যাচ্ছে ৯০০ টাকা। কিন্তু পাওয়ার কথা দেড় হাজার টাকা।

তিনি জানান, তাই এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁরা সরকারি কর্মী। তাঁরা সরকারের অন্তর্গত। তাঁরা সরকারের হয়ে কাজ করেন। কিন্তু তারা সরকারের কাছ থেকে যে প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

আন্দোলনকারীদের বক্তব্য, নিজেদের দাবিদাওয়ার ব্য়াপারে কর্তৃপক্ষকে বার বার জানানো হয়েছে। কিন্তু কোনও জবাব পাওয়া যায়নি। আর তাই বাধ্য হয়ে তাঁরা পথে নেমেছেন।

Advertisement

এদিকে, রাজ্য সরকারের একাংশের কর্মীদের অভিযোগ, সরকার তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা দিচ্ছে না। এ নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে। রাজ্যকে চিঠিও দিয়েছে। দু-একটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছে।

 

Advertisement