scorecardresearch
 

"দিলীপ ঘোষ জন্মসূত্রেই নাটুকে", তীব্র কটাক্ষ সুব্রতর

"দিলীপ ঘোষ (Dilip Ghosh) জন্মসূত্রেই নাটুকে"। লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়ার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির করা মন্তব্যের প্রেক্ষিতে পালটা জবাব তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। সুব্রত বলেন, "লাইনে দাঁড়িয়ে কার্ড নেওয়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামাজিক বোধ তৈরি করলেন। এর পরে আমার লাইনে দাঁড়াতে লজ্জা করবে না।" সুব্রত কার্যত বলেন, 'মুখ্যমন্ত্রী যে সকলের, মুখ্যমন্ত্রী যে মানুষের', এদিন সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
সুব্রত মুখোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়
হাইলাইটস
  • "লাইনে দাঁড়িয়ে সামাজিক বোধ তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়"
  • "মমতা আরও ৫ বছর ক্ষমতায় থাকবেন"
  • মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের


"দিলীপ ঘোষ (Dilip Ghosh) জন্মসূত্রেই নাটুকে"। লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়ার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির করা মন্তব্যের প্রেক্ষিতে পালটা জবাব তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। সুব্রত বলেন, "লাইনে দাঁড়িয়ে কার্ড নেওয়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামাজিক বোধ তৈরি করলেন। এর পরে আমার লাইনে দাঁড়াতে লজ্জা করবে না।" সুব্রত কার্যত বলেন, 'মুখ্যমন্ত্রী যে সকলের, মুখ্যমন্ত্রী যে মানুষের', এদিন সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির সমালোচনারও কড়া জবাব দেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, "স্বাধীনতার পর সবচেয়ে ভাল আইনশৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের শাসনকালে। রাজ্যের আইনশৃঙ্খালার পরিস্থিত অন্য সমস্ত রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলের চেয়ে ভাল।" এই প্রসঙ্গে নকশাল আমলের পরিস্থিতির কথাও উত্থাপন করেন তিনি। সুব্রত আরও বলেন, "বিজেপি রাজনৈতিক দলই না। রাজনৈতিক কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গুজরাটে।" তাঁর চ্যালেঞ্জ, "ইশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে লিখে দিয়েছেন যে তাঁর রাজনৈতিক মৃত্যু এখনই হবে না। মমতা আরও ৫ বছর ক্ষমতায় থাকবেন।" 

অন্যদিকে এদিন সড়ক ও সেতু নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী। পরিসংখ্যান পেশ করে তিনি জানান, "রাজ্যে উন্নয়ন চলছে। রাস্তা তৈরি ও মেরামতি হচ্ছে। পথশ্রী প্রকল্প চালু করেছে সরকার। গ্রামীণ সড়ক যোজনার আওতায় ১৬ হাজার ৫৬১ কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার ৬১১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়েতে ৬ লেনের কানেক্টর তৈরি হচ্ছে। ১৮টি সেতু তৈরি হয়েছে। ৬১টি সেতু নির্মাণের কাজ চলছে। এটা সর্বকালের রেকর্ড।" সুব্রতর মতে, "পশ্চিমবঙ্গকে সুন্দর ও সহজ করে দেওয়া হয়েছে। আগে কোনও সরকার এমন করেনি।" নির্বাচনী প্রচারের সময়ে এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি। 

Advertisement


 

Advertisement