scorecardresearch
 

'তোলাবাজ ভাইপো হঠাও বলেছি, গায়ে লেগে গিয়েছে ভাইপোর,' দুর্গাপুরে আক্রমণ শুভেন্দুর

"লোকসভায় ২টি আসনে আপনারা জিতিয়েছিলেন, ২০২১-এর (West Bengal Assembly 2021) নির্বাচনেও পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে বিজেপিকে (BJP) জেতাতে হবে", দুর্গাপুরে এক সভায় যোগ দিয়ে এমনটাই আহ্বান জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, "মা বোনেদের ব্লিচিং ফিনাইল দিয়ে যাবো, আগামী নির্বাচনে তৃণমূল প্রাইভেড লিমিটেড নামে জঞ্জালটিকে সাফ করে দেবেন।" 

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • "আগামী নির্বাচনে তৃণমূলকে সাফ করতে হবে"
  • "লাল চুল কানে দুল, তার নাম যুব তৃণমূল"
  • দুর্গাপুরে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

"লোকসভায় ২টি আসনে আপনারা জিতিয়েছিলেন, ২০২১-এর (West Bengal Assembly 2021) নির্বাচনেও পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে বিজেপিকে (BJP) জেতাতে হবে", দুর্গাপুরে এক সভায় যোগ দিয়ে এমনটাই আহ্বান জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, "মা বোনেদের ব্লিচিং ফিনাইল দিয়ে যাবো, আগামী নির্বাচনে তৃণমূল প্রাইভেড লিমিটেড নামে জঞ্জালটিকে সাফ করে দেবেন।" 

এদিনের সভায় ফের একবার 'ভাইপো' তোপ শোনা গেল শুভেন্দুর মুখে। এদিন শুভেন্দু বলেন, "তৃণমূলের মঞ্চে নিষ্ঠাবান সৈনিক ছিলাম। এখন বলছি তোলাবাজ ভাইপো হঠাও। গায়ে লেগে গিয়েছিল ভাইপোর।" শুভেন্দু আরও বলেন, "কেন আমায় বাঁকুড়া ও পুরুলিয়ার অবজারভারের পদ থেকে তাড়িয়েছিল জানেন? কয়লা পাচার বালি পাচারের জন্য।" একইসঙ্গে এদিন গরু পাচার নিয়েও যুব তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। এই বিজেপি নেতার কটাক্ষ, "লাল চুল কানে দুল, তার নাম যুব তৃণমূল।" 

প্রসঙ্গত বিজেপিতে আসার দিন থেকেই তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছেন শুভেন্দু। পালটা আবার শুভেন্দুর সমালোচনায় আসরে নেমেছে তৃণমূলও। এই প্রসঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর নাম না করে বলেছিলেন, "টাকা নিতে তোমায় দেখা গিয়েছে, আসল তোলাবাজ তো তুমি।" অন্যদিকে এদিন দুর্গাপুরে রোড শোতে অংশ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রোড শোতে দেখা যায় বাবুল সুপ্রিয়, অর্জুন সিং সহ বিশিষ্ঠ বিজেপি নেতৃত্বকে।

 
 

Advertisement