scorecardresearch
 

ব্যারাকপুরে জয়-বীরু, অর্জুনকে পিছনে বসিয়ে বাইকিং বাবুলের

কেন্দ্রিয় মন্ত্রীকে এমন বাইকে চেপে আসতে দেখে হতবাক টিটাগড়বাসী এমনকী বিজেপি-কর্মী সমর্থকেরাও। তবে তিনি একা নন গদা হাতে বাবুলের বাইকের পিছনে সওয়ারি হন অর্জুন সিংও। মনীশ শুক্লর খুনের ঘটনাকে স্মরণ করিয়ে মঙ্গলবার টিটাগড় সামনে থেকেই রোড শো শুরু করেন শুভেন্দু অধিকারী।

Advertisement
মিছিলে বাবুল। মিছিলে বাবুল।
হাইলাইটস
  • শুভেন্দুর রোড-শো এর আগে দেখা গেল এক অন্য দৃশ্য
  • বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাইকে চাপলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং
  • কেন্দ্রিয় মন্ত্রীকে এমন বাইকে চেপে আসতে দেখে হতবাক টিটাগড়বাসী

মঙ্গলবার টিটাগড়ে শুভেন্দুর রোড-শো এর আগে দেখা গেল এক অন্য দৃশ্য। আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাইকে চাপলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। একেবারে শোলে ছবির সেই দৃশ্য। ঠিক যেন জয়-বীরু। বিজেপি নেতা মনীশ শুক্লকে যেখানে গুলি করে খুন করা হয় সেই টিটাগড় থানার সামনে থেকে এদিন শুরু হয় শুভেন্দুর রোড-শো। তাঁর আগে বাইকে করে সেই জায়গায় পৌঁছয় বাবুল।

কেন্দ্রিয় মন্ত্রীকে এমন বাইকে চেপে আসতে দেখে হতবাক টিটাগড়বাসী এমনকী বিজেপি-কর্মী সমর্থকেরাও। তবে তিনি একা নন গদা হাতে বাবুলের বাইকের পিছনে সওয়ারি হন অর্জুন সিংও। মনীশ শুক্লর খুনের ঘটনাকে স্মরণ করিয়ে মঙ্গলবার টিটাগড় সামনে থেকেই রোড শো শুরু করেন শুভেন্দু অধিকারী। ই রোড শো-তে রয়েছেন বাবুল সুপ্রিয়, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, মুকুল পুত্র শুভ্রাংশু রায়, সৌমিত্র খাঁ। খড়দা পর্যন্ত এই রোড শো চলে। মিছিল শেষে জনসভায় বক্তব্যও রাখেন শুভেন্দু অধিকারী।

এদিকে, মঙ্গলবারই নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভাকে কেন্দ্র করে উত্তপ্তও হয় এলাকা। কিছু বিজেপি কর্মীদের উপর হামলা হয়, এমনকী দুটি বাস ভাঙচুর করা হয়েছে। এখনো পর্যন্ত ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমনটাই খবর। এই ঘটনায় 'পাল্টা দেখে নেওয়া হবে', এমন কড়া হুঁশিয়ারিও দেন শুভেন্দু।

অন্যদিকে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুভেন্দু অধিকারীর রোড শো চলাকালীনই তৃণমূলের পাল্টা কর্মসূচির ঘোষণা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান ৩ জানুয়ারি টিটাগড় থানা থেকে ব্যারাকপুর থানা পর্যন্ত তৃণমূলের পাল্টা মিছিল ও সভা থাকবে। সেই সভায় থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্রাত্য বসুরা।

Advertisement
Advertisement