scorecardresearch
 

অষ্টম দফার নির্বাচন: লোকসভা ভোটের নিরিখে কোথায় কে এগিয়ে?

আগামিকাল রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোট। ৩৫ আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে মালদার ৬টি, মুর্শিদাবাদের ১১টি, কলকাতার ৭টি ও বীরভূমের ১১টি আসন।

Advertisement
Election Election
হাইলাইটস
  • কাল রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোট
  • ভোট হবে ৩৫টি আসনে
  • নির্বাচনের ৪ জেলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

আগামিকাল রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোট। ৩৫ আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে মালদার ৬টি, মুর্শিদাবাদের ১১টি, কলকাতার ৭টি ও বীরভূমের ১১টি আসন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে এই ৩৫ আসনে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে দেখে নেব একনজরে- 

কলকাতা 

কলকাতার চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া- এই ৭ কেন্দ্রে ভোট হবে। এই আসনগুলির মধ্যে গত লোকসভা ভোটে চৌরঙ্গি, এন্টালি বেলেঘাটা মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ায় কেন্দ্রে তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন। এই কেন্দ্রগুলিতে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। জোড়াসাঁকো ও শ্যামপুকুর এই ২ কেন্দ্রে প্রথম স্থানে ছিল গেরুয়া শিবির। 

মালদা 

এই জেলার মানিকচক, মালদা, ইংলিশবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর কেন্দ্রে কাল ভোট। মানিকচক, মালদা, ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে এগিয়েছিল বিজেপি। মোথাবাড়ি ও সুজাপুরে এগিয়েছিল কংগ্রেস। 

কাল মালদায় বড় পরীক্ষার মুখে জেলার তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর
কাল মালদায় বড় পরীক্ষার মুখে জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর

মুর্শিদাবাদ

এই জেলার ২২ আসনের মধ্যে কাল খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি  - এই ১১ আসনে ভোট। লোকসভা ফলের নিরিখে এই বিধানসভাগুলির মধ্যে বড়ঞা, কান্দি ও বহরমপুর এই ৩ আসনে এগিয়েছিল কংগ্রেস। জঙ্গিপুর, ভরতপুর, রেজিনগর, নওদা, বেলডাঙা, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল ও জলঙ্গি এই আসনগুলিতে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। 

Adhir
অধীরগড় মুর্শিদাবাদে কাল ১১ আসনে ভোট

বীরভূম 

এই জেলায় এক দফাতেই ভোট হচ্ছে। মোট আসন ১১টি। গত লোকসভা ভোটের নিরিখে দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, ময়ূরেশ্বর এই আসনগুলিতে প্রথম স্থানে ছিল বিজেপি। বাকি লাভপুর, নানুর, মুরারই, নলহাটি ও হাসন কেন্দ্রে প্রথম স্থানে ছিলেন রাজ্যের শাসকদলের প্রার্থী। 

Advertisement
Anubrata
কাল অনুব্রতমণ্ডলের গড়েও ভোট

নির্বাচন কমিশন সূত্রে খবর, বীরভূম জেলায়  ২২৪ কোম্পানি, মালদায়  ১১০ কোম্পানি,
মুর্শিদাবাদে ২১২ কোম্পানি ও কলকাতা উত্তরে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 

 

Advertisement