আগামী ২৭ তারিখ হতে চলেছে রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ। বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পূর্ব মেদিনীপুর (East Midnapore) ও পশ্চিম মেদিনীপুর (West Midnapore), এই ৫ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ৭৩,৮০,৯৪২ জন ভোটার। লড়াইতে নেমেছে মোট ১৯১ জন প্রার্থী। নির্বাচন অবাধ স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সবরকম প্রস্তুতি নিচ্ছে কমিশন ও প্রশাসন। একনজরে দেখে নেওয়া যাক কেন্দ্র অনুসারে প্রথম দফার ভোটের সার্বিক চিত্র।
কেন্দ্র প্রার্থী পোলিং স্টেশন মোট ভোটার
পটাশপুর ৪ ২৪৬ ২৩৫৯১৫
কাঁথি উত্তর ৮ ২৮৭ ২৫৭১২৮
ভগবানপুর ৪ ২৮০ ২৫৩৫৯৪
খেজুরি ৪ ২৫৩ ২৩৮১৪৯
কাঁথি দক্ষিণ ৪ ২৫৯ ২২৪১১১
রামনগর ৫ ২৮১ ২৬৪৫৮১
এগরা ৪ ৩০৪ ২৮৪২৭৭
দাঁতন ৪ ২৭১ ২৩৩৬২২
নয়াগ্রাম ৭ ২৬৪ ২২৬৬০৬
গোপিবল্লভপুর ৯ ২৮৩ ২২৬১৪৮
ঝাড়গ্রাম ১০ ২৫৫ ২৩৫৬১০
কেশিয়ারি ৫ ২৭৩ ২৩৮৭৫৮
খড়গপুর ৬ ২৪৩ ২২৬৬৭১
গড়বেতা ৫ ২৫৯ ২৩১২৪৩
শালবনী ৯ ৩০৯ ২৭৬৬৩৪
মেদিনীপুর ৬ ৩০০ ২৭৯৭২৩
বিনপুর ৮ ২৮৩ ২২৩৬৪০
বান্দোয়ান ৫ ৩৪১ ২৮৪৬৪৫
বলরামপুর ৮ ২৪৬ ২৩৭৮১৫
বাঘমুন্ডি ৬ ২৭৩ ২৪৯৩১৬
জয়পুর ১০ ২৬২ ২৪৯৩৮২
পুরুলিয়া ১০ ২৭০ ২৫৮৪৮৮
মানবাজার ৫ ২৮৮ ২৫৩২৫৬
কাশীপুর ৫ ২৭৩ ২৩৮৪৫৩
পারা ৭ ২৬২ ২৪৩৬৭৭
রঘুনাথপুর ৭ ২৭৬ ২৫৯০১৮
শালতোড়া ৫ ২৬৬ ২৩২১৫৮
ছাতনা ৯ ২৭৩ ২৪১৫১৮
রানিবাঁধ ৭ ২৯১ ২৫২৭০৭
রাইপুর ৫ ২৫৮ ২২৪০৯৯