West Bengal Assembly Election Result 2021: টালিগঞ্জে হারলেন বাবুল-দেবদূত, জয়ী অরূপ বিশ্বাস
প্রায় দেড় মাসের প্রচার, সম্মেলন এবং বিভিন্ন মনমোহিনী-জনমোহিনী কথার শেষে, ভোটবাক্সে (West Bengal Assembly Election Result 2021) তার কী প্রভাব প্রভাব পড়ল তা জানা যাবে আজ। রাজ্যের শাসক দল (TMC) এবং কেন্দ্রের শাসক দলের (BJP) হয়ে টলি এবং বাংলা টেলি জগতের বহু তারকা নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021)। পায়েল সরকার থেকে কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সায়নী ঘোষ টিনসেল টাউনের নায়িকাদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল দুই ক্ষমতাসীন দলই। ভোটে জমতার মন তাঁরা কতটা কাড়তে পারলেন তা জানতে আর কিছু ক্ষণের অপেক্ষা।
- কলকাতা,
- 02 May 2021,
- (Updated 03 May 2021, 12:14 AM IST)
হাইলাইটস
- পায়েল সরকার থেকে কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সায়নী ঘোষ টিনসেল টাউনের নায়িকাদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল দুই ক্ষমতাসীন দলই
- ভোটে জমতার মন তাঁরা কতটা কাড়তে পারলেন তা জানতে আর কিছু ক্ষণের অপেক্ষা।
- টালিগঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস। হারলেন বিজেপি এবং বাম তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় এবং দেবদূত ঘোষ।
- উত্তরপাড়া কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।
- বাঁকুড়ায় জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
- চণ্ডীতলায় হারলেন বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত।
- বরাহনগর কেন্দ্রে হারলেন বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্র।
- উলুবেরিয়া দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী হারলেন ৩৪ হাজার ভোটে।
- বারাসত কেন্দ্রে ২৩ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
- চন্দননগর কেন্দ্রে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী ইন্দ্রনীল সেন।
- চুঁচুড়ায় হারলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
- ভবানীপুর কেন্দ্রে হারলেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। ২৯,০০০-এর বেশি ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
- খড়্গপুর সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে হারিয়ে জিতলেন বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
- কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূল তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায়।
- রাজারহাট-গোপালপুরে জয়ী ঘোষিত তৃণমূলের তারকা প্রার্থী অদিতি মুন্সি।
- শিবপুর কেন্দ্র থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি।
- আসানসোল দক্ষিণ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল। হারলেন তৃণমূলের অপর তারকা অভিনেত্রী সায়নী ঘোষ।
- বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে খড়্গপুর সদর কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন।
- নিজ নিজ কেন্দ্রে পিছইয়ে রয়েছেন বিজেপির বিভিন্ন তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার-রা।
- শ্যামপুর কেন্দ্রে হারলেন বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
- উলুবেড়িয়া পূর্ব থেকে তৃণমূলের তারকা প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু এগিয়ে রয়েছেন।
- খড়্গপুর সদর কেন্দ্র থেকে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
- বেশ কয়েক রাউন্ড গণনার পর এগোলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
- চণ্ডীপুরে এগিয়ে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী।
- সোনপুর দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র।
- বারাসত কেন্দ্রে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
- ফের এগিয়ে গেলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। দ্বিতীয় স্থানে বিজেপির অগ্নিমিত্রা পাল।
- রাজারহাট-গোপালপুর কেন্দ্রে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী অদিতি মুন্সি।
- ব্যারাকপুরে লিড অনেকটাই বাড়িয়ে নিলেন তৃণূলের তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।
- ১৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন শিবপুরের তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি।
- কয়েক রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক।
- বেহালার দুই কেন্দ্র পূর্ব ও পশ্চিমে পিছিয়ে রয়েছেন বিজেপির দুই তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার।
- আসানসোল দক্ষিণে সায়নী ঘোষকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপির অগ্নিমিত্রা পাল।
- শিবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছএন তৃণমূল তারকা প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি।
- মেদিনীপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।
- চন্দননগর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী গায়ক ইন্দ্রনীল সেন।
- শ্যামপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
- বরাহনগরে পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তাপস রায়।
- ব্যারাকপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।
- চণ্ডীতলায় পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত।
- টালিগঞ্জ কেন্দ্রে বাবুলকে পিছনে ফেলে এগিয়ে গেলেন অরূপ বিশ্বাস। তৃতীয় স্থানে বাম প্রার্থী দেবদূত ঘোষ।
- আসানসোল দক্ষিণে ঘরের মেয়ে অগ্নিমিত্রা পালকে টপকে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।
- কলকাতার ভবানীপুর কেন্দ্রে প্রথামিক গণনার পর এগিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ।
- প্রথম কয়েক রাউন্ডের গণনায় পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
- প্রাথমিক গণনায় পিছিয়ে রয়েছেন ব্যারাকপুরে তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী।
- তৃণমূলের দুই তারকা প্রার্থী টালিগঞ্জের দুই নায়িকা কৌশানী মুখোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক গণনার পর পিছিয়ে রয়েছেন।
- প্রাথমিক কয়েক রাউন্ড গণনার পর টালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস।
- প্রায় দেড় মাসের প্রচার, সম্মেলন এবং বিভিন্ন মনমোহিনী-জনমোহিনী কথার শেষে, ভোটবাক্সে (West Bengal Assembly Election Result 2021) তার কী প্রভাব প্রভাব পড়ল তা জানা যাবে আজ। রাজ্যের শাসক দল (TMC) এবং কেন্দ্রের শাসক দলের (BJP) হয়ে টলি এবং বাংলা টেলি জগতের বহু তারকা নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021)। পায়েল সরকার থেকে কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সায়নী ঘোষ টিনসেল টাউনের নায়িকাদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল দুই ক্ষমতাসীন দলই। ভোটে জমতার মন তাঁরা কতটা কাড়তে পারলেন তা জানতে আর কিছু ক্ষণের অপেক্ষা।