নির্বাচন ঘোষণার পর লাগাতার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিলছে রাজনৈতিক উত্তেজনার খবর। এবার বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া বরানগরে (Baranagar)। অভিযোগের তীর তৃণমূলের (TMC) দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনায় এখনও পর্যন্ত আটক ১।
জানা গেছে শুক্রবার এলাকায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি মূর্তিতে আলকাতরা লাগানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতে 'বাংলা পক্ষ' নামে একটি সংগঠনের তরফে ওই জায়গায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গেরুয়া শিবিরের অভিযোগ ওই সভার পরেই কয়েকজন দুষ্কৃতী বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় দলীয় কার্যালয়ে। সেই সময় সৈকত দত্ত নামে এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলন বিজেপির কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ। এরপর ওই দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় বরানগর বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার বলেন,"এখানে একটা অনুষ্ঠান চলছিল। শান্তিপূর্ণ ভাবেই চলছিল অনুষ্ঠান। সেখানে তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। হঠাৎ করে ২ - ৩ জন ছেলে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে আসি এবং সৈকত নামে এক ব্যক্তিকে ধরে ফেলি। এরপর পুলিশের খবর দেওয়া হয় এবং সৈকতকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
যদিও বিজেপির এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে তৃণমূল। ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করেন বরানগর পৌরসভার কো-অর্ডিনেটর অঞ্জন পাল। তাঁর পালটা দাবি, "ওটা আদও বিজেপির দলীয় কার্যালয়ে নয়। ওটা একটা আড্ডাখানা।" এদিকে ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।