scorecardresearch
 

মালদায় ভোটের ডিউটিতে থাকা আশাকর্মী COVID আক্রান্ত! তাও চলল ভোট

করোনায় আক্রান্ত হয়েও বুথের ভিতরেই ডিউটি করলেন করোনা আক্রান্ত এক আশাকর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলাজুড়ে।

Advertisement
Malda Malda
হাইলাইটস
  • কোভিড আক্রান্ত হয়েও বুথে ডিউটি করলেন মহিলা
  • করোনায় আক্রান্ত হলেও তাঁকে ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ
  • ঘটনায় চাঞ্চল্য মালদা জেলাজুড়ে

করোনায় আক্রান্ত হয়েও বুথের ভিতরেই ডিউটি করলেন করোনা আক্রান্ত এক আশাকর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলাজুড়ে। ওই আশাকর্মীর অভিযোগ, তিনি করোনায় সংক্রমিত হওয়ার পর সেকথা সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছিলেন। কিন্তু, তাঁরা কর্ণপাত করেননি। 

ওই কর্মী বলেন, জ্বর ও কাশি থাকায় গত ২৪ তারিখ তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালা পরীক্ষা করান৷ ২৬ তারিখ তাঁর রিপোর্ট পজিটিভ আসে৷ এরই মধ্যে তাঁর ভোটের ডিউটি এসেছিল৷ তিনি গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে জানান৷ কিন্তু তাঁরা কেউ তাঁর কথা শুনতে চাননি৷ উল্টে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন৷ সেই হুমকি পেয়েও তিনি বাড়িতেই বসেছিলেন৷ কারণ, অসুস্থ শরীর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না৷ তাঁর স্বামী জ্বরে আক্রান্ত৷ ১৪ বছরের ছেলেও কোভিড পজিটিভ৷ শেষ পর্যন্ত তাঁকে শোকজ চিঠি ধরানো হয়৷ 

Corona
করোনা আক্রান্ত জানানো সত্ত্বেও ভোটের ডিউটি দেওয়া হয় ওই মহিলাকে

তিনি আরও জানান, গতকাল বিএমওএইচের সঙ্গে দেখা করে গোটা ঘটনা বলেন৷ পাশে দাঁড়ানো দূরের কথা, বিএমওএইচ তাঁকে ব্যঙ্গ করেন। তিনি বিডিওর কাছে গেলে তিনিও তাঁর কোনও কথা শুনতে চাননি৷ শেষ পর্যন্ত তিনি করোনা আক্রান্ত অবস্থাতেই ভোটের ডিউটি করতে এসেছেন৷

পুরো বিষয়টিতে নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় কার্যত হতবাক নির্বাচন কমিশন। তাদের দাবি, করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই ওই আশাকর্মীকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অন্য একজনকে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। 
 

Advertisement