scorecardresearch
 

আপনার আসনে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন কোন প্রার্থী? দেখুন সম্পূর্ণ তালিকা

আজ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল।এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক নতুন প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গে গঠন করা হবে বিধানপরিষদ।  দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজারহাটে অদিতি মুন্সি, শিবপুরো মনোজ তিওয়ারি, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা
  • কোন আসনে কে প্রার্থী
  • রইল পুরো তালিকা

আজ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল।এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক নতুন প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গে গঠন করা হবে বিধানপরিষদ।  দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজারহাটে অদিতি মুন্সি, শিবপুরো মনোজ তিওয়ারি, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী

পুরো প্রার্থী তালিকা-

উলুবেরিয়া পূর্বে বিদেশ বসু, সোনারপুর দক্ষিণে লাভলি মিত্র, বাঁকুড়ায় সায়ন্তিকা, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়, রাণাঘাটে শঙ্কর সিং. পাণিহাটিতে নির্মল ঘোষ, কামারহাটিতে মদন মিত্র, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, জোড়াসাঁকোয় বিবেক গুপ্ত, ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায় লড়বেন কৃষ্ণনগর উত্তরে, বেলগাছিয়ায় অতিন ঘোষ, চণ্ডিপুরে সোহম, মন্তেশ্বরে সিদ্দিকুল্লা। একনজরে দেখে নিন হেভিওয়েট প্রার্থী তালিকা

কী বললেন মমতা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, খেলা হবে, কথা হবে, জেতা হবে। যারা বাংলার সভ্যতা, ইতিহাস, শিক্ষা, রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। তাদের বাংলার মানুষ গ্রহণ করবে না। এই লড়াই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের জনগণের প্রতি ১০১ শতাংশ ভরসা আছে। মানুষ জানে, বিজেপি আসা মানে বাংলার সর্বনাশ।

মমতা বলেন, আমরা নির্বাচন কমিশনকে সম্মান করি। কিন্তু কেন সেই একই অফিসারদের বাংলাতেও নির্বাচনের দায়িত্ব দেওয়া হল? কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করল। আমরাও চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন। কিন্তু বিজেপি-র ঘনিষ্ঠ অফিসারদেরই বেছে বেছে কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement