scorecardresearch
 
Advertisement

'চুরির টাকার ব্যাঙ্ক বিজেপি', মেদিনীপুরে কাকে বিঁধলেন মমতা- VIDEO

'চুরির টাকার ব্যাঙ্ক বিজেপি', মেদিনীপুরে কাকে বিঁধলেন মমতা- VIDEO

গতমাসে বাঁকুড়ার জনসভা থেকে একযোগে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলকে নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। সেই চেনা ছকে আক্রমণ এদিনও শানাতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বহিরাগত ইস্যুতে ফের কামান দেগেছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। বিজেপি ভোটের আগে এরাজ্যে একের পর একে কেন্দ্রীয় নেতাকে পাঠানোয় প্রথম থেকেই সোচ্চার ছিলেন মমতা। এদিনও তৃণমূলনেত্রী দাবি করেন বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে পারবে না বিজেপি। নিজের জেলে যাওয়া নিয়েও মন্তব্য করেন মমতা। ফের একবার বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে যেতে হলে ২০২১-এর ভোটে সেখান থেকেই জেতাবেন দলকে। কিন্তু এই ধরণের কথা তো তৃণমূলনেত্রীর মুখে আগেও শুনেছে আমজনতা। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে তিনি দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্তদের কী বার্তা দেন তাই নিয়েই ছিল জোর আলোচনা। হতাশ করেননি তৃণমূলনেত্রী। কারও নাম না নিয়েই চাঁচাছোলা ভাষায় সেই বার্তাও দিতে দেখা গেছে তৃণমূলনেত্রীকে।

Advertisement