scorecardresearch
 
Advertisement

VIDEO: শোভা মজুমদারের মৃত্যুর প্রতিবাদ, এক্সাইডে বিজেপির মোমবাতি মিছিল

VIDEO: শোভা মজুমদারের মৃত্যুর প্রতিবাদ, এক্সাইডে বিজেপির মোমবাতি মিছিল

সোমবার বিজেপি কর্মীর বৃদ্ধা মা শোভা মজুমদারের মৃত্যুর খবর নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। মাস খানেক আগে নিজের বাড়িতেই ‘আক্রান্ত’ অশতিপর বৃদ্ধা। বিজেপি অভিযোগ করেছিল, তৃণমূলের দুষ্কৃতীদের হাতেই ‘আক্রান্ত’ হয়েছেন বৃদ্ধা।  বৃদ্ধার ‘আক্রান্ত’ চেহারার ছবি সংবাদমাধ্যম ও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিস্তর চর্চা হয়েছিল। রবিবার গভীর  রাতে মৃত্যু হয় শোভারানির। শোভার মৃত্যুর প্রতিবাদে বিজেপি সমর্থকরা কলকাতার এক্সাইড ক্রসিংয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেন।

Advertisement