scorecardresearch
 
Advertisement

'এরা রোহিঙ্গাদের বিশ্বাস করে কিন্তু BSF-কে নয়', পার্থকে পাল্টা দিলীপের- VIDEO

'এরা রোহিঙ্গাদের বিশ্বাস করে কিন্তু BSF-কে নয়', পার্থকে পাল্টা দিলীপের- VIDEO

"সীমান্তের মানুষ বিএসএফকে (BSF) চান। আসলে গরু পাচার বন্ধ হয়ে গেছে। ফলে রোজগার কমে গেছে।" বিএসএফ-র বিরুদ্ধে তোলা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অভিযোগের প্রেক্ষিতে এমনটাই বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ Dilip Ghosh)। পার্থবাবু অভিযোগ তোলেন কোনও একটি বিশেষ দলকে ভোট দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীদের হুমকি দেয় বিএসএফ। এরপরেই বিএসএফের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে পার্থর অভিযোগ অস্বীকার করা হয়। সেই প্রেক্ষিতেই এবার এই মন্তব্য করেন দিলীপ।

Advertisement