রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল বিধায়কের করোনা ভ্যাকসিন নেওয়া, বেলাগাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছু নিয়েই প্রতিক্রিয়া দিলেন দিলীপ। শনিবার রাজ্যর বনমন্ত্রী ফেসবুকে লাইভে দলের প্রতি নিজের ক্ষোভ আরও স্পষ্ট করেছেন। রবিবার সকালে সেই নিয়েই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ বলেন, 'আগে দলকে সময় দিয়েছেন, এখন দল তাঁদের কথা শুনছে না। তাহলে তো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবেই।'