scorecardresearch
 
Advertisement

'বিধানসভা নির্বাচনে গাছ তলায় বসে খৈনি খাবে রাজ্য পুলিশ', শিলিগুড়িতে কটাক্ষ দিলীপের- VIDEO

'বিধানসভা নির্বাচনে গাছ তলায় বসে খৈনি খাবে রাজ্য পুলিশ', শিলিগুড়িতে কটাক্ষ দিলীপের- VIDEO

'বিধানসভা নির্বাচনে গাছতলায় বসে খৈনি খাবে রাজ্য পুলিশ, ভোট পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনী।' মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে বিজেপির যোগদান মেলা কর্মসূচি ছিল। সেখানে দিলীপ ঘোষ রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন। বলেন, 'বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশকে কোনও কাজ করতে হবে না। রাজ্যের পুলিশ বুথ থেকে ১০০ মিটার দূরে গাছের তলায় বসে খৈনি খাবে। কেন্দ্রীয় বাহিনী ভোটের পরিচালনা করবে। ২০১১ সালের থেকেও শান্তিপূর্ণ ভোট হবে। তার ব্যবস্থা করা হচ্ছে।'

Advertisement