scorecardresearch
 
Advertisement

Exclusive Video: নন্দীগ্রামে মমতার বাড়ি কোথায় জানেন? রইল ঠিকানা

Exclusive Video: নন্দীগ্রামে মমতার বাড়ি কোথায় জানেন? রইল ঠিকানা

বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয়  দফার ভোট। তার জন্য সোমবার বিকেলেই প্রচার শেষ হয়েছে  বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার ৩০টি বিধানসভা কেন্দ্রে। কাল ভোট হবে একুশের সবচেয়ে হাইপ্রফাইল কেন্দ্র নন্দীগ্রামেও। সেদিকেই এখন বাংলা নয় গোটা দেশের নজর। কোথায় আছে নন্দীগ্রামে মমতার অস্থায়ী বাড়ি! টিম আজতক বাংলা গ্রাউন্ড রিপোর্টে পৌঁছে গেল সেখানে।

Advertisement