গলসি বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে এবার সুনীল মণ্ডলকেই চায় এলাকার মানুষ। পোস্টার দিয়ে প্রচারে নামলেন পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের মানকর,বুদবুদ গ্রাম, বুদবুদ বাজার, পানাগড় ,কাঁকসা গোলসি এলাকার মানুষ। ব্যানার পোস্টারে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল কুমার মন্ডলের নামে লেখা হয়েছে এবার বিধানসভা নির্বাচনে গলসির উন্নয়নের জন্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ সুনীল মণ্ডলকেই চায়।