scorecardresearch
 
Advertisement

'জিতেন্দ্র দায়িত্বে নেই তাতে ক্ষতি কী?', দাবি অপূর্বর-VIDEO

'জিতেন্দ্র দায়িত্বে নেই তাতে ক্ষতি কী?', দাবি অপূর্বর-VIDEO

জিতেন্দ্র তিওয়ারি পদে না থাকলেও কোনও সমস্যার বিষয় নয় । এই মুহূর্তে উনি বিধায়ক পদে রয়েছেন। দল রয়েছেন। নব্য জেলা তৃণমূল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় এই দাবি করেন পাশাপাশি তিনি বলেন আমিও তো গত তিন বছর ধরে দলীয় কোন পদে নেই তা বলে কি আমি তৃণমূল ছেড়ে দিয়েছি ? তৃণমূল জেলা চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক বলেন এই ঘটনা দলে কোনও প্রভাব ফেলবে না। জিতেন আমাদের সঙ্গে রয়েছে। স্বাভাবিকভাবেই সমস্ বিতর্কে জল ঢেলে দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বে।

Advertisement