সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কৃষক বিক্ষোভের জন্য মোদী সরকারের উদাসিনতাকেই দায়ি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎ কারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তুললেন ভয়ঙ্কর অভিযোগ। মমতা জানান যে এই কৃষি আইন ইচ্ছাকৃতভাবেই কোভিডের সময় আনা হয়েছে। কিন্তু এত বিরোধ সত্ত্বেও সরকার প্রত্যাহার করছে না, নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন 'মমতা দিদি'। এদিন শাহকে 'ভাইয়া' বলেও সম্বোধন করেন তিনি। তৃণমূল সুপ্রিমো সাফ জানান, "অমিত শাহের ৫০ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। কৃষক আন্দোলনকে অসম্মান করতে সেই সব গ্রুপ থেকেই হিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে।" তিনি নিজেও হিন্দু, হিন্দুত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিতর্কে অংশও নিতে পারেন। সেই চ্যালেঞ্জও এদিন দিলেন মমতা।