scorecardresearch
 
Advertisement

সিএএ লাগু না হওয়ায় ক্ষোভ প্রকাশ, নাগরিকত্বের দাবিতে সরব হুগলির মতুয়ারা- Video

সিএএ লাগু না হওয়ায় ক্ষোভ প্রকাশ, নাগরিকত্বের দাবিতে সরব হুগলির মতুয়ারা- Video

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) পাশ হওয়ার পর ১ বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও লাগু হয়নি আইন, মেলেনি নাগরিকত্ব। যার জেরে বিজেপি (BJP) তথা কেন্দ্রীয় সরকারের (Central Government) ওপর যথেষ্টই ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ। এই পরিস্থিতে বিজেপির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন হুগলির (Hooghly) চুঁচুড়া (Chinsurah) বিধানসভা এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই এলাকায় মতুয়া সম্প্রদায়ের ভোটার প্রায় ১ লক্ষ। মতুয়াদের অভিযোগ, গত লোকসভা নির্বাচনের সময় নাগরিকত্ব মেলার প্রতিশ্রুতি পেয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন তাঁদের একটা বড় অংশ। কিন্তু তারপর এতদিন কেটে গেলেও মেলেনি নাগরিকত্ব।

Advertisement