বিজেপি-র উত্তরকন্যা অভিযানের শুরুতেই বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আটকানো হয় সায়ন্তন বসু-সহ অন্য বিজেপি নেতাদেরও। বাধা দেওয়া হয় আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে। বিজেপির যুব মোর্চার এই অভিযান কর্মসূচির জন্য ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে। বিজেপির অভিযোগ, বহু জায়গায় পুলিশ তাঁদের আটকাচ্ছে।