scorecardresearch
 
Advertisement

'তৃণমূলের বিদায়বেলা আসন্ন', গোঘাটে বিক্ষোভ দেখানোয় প্রতিক্রিয়া কেশবপ্রসাদের- VIDEO

'তৃণমূলের বিদায়বেলা আসন্ন', গোঘাটে বিক্ষোভ দেখানোয় প্রতিক্রিয়া কেশবপ্রসাদের- VIDEO

উত্তর প্রদেশ (Uttar Pradesh)-এর উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya)-কে বিভোক্ষ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল (TMC)-এর বিরুদ্ধে। মঙ্গলবার হুগলির গোঘাটে। ঘটনা নিয়ে বিচলিত নন তিনি। তাঁর প্রতিক্রিয়া, দিদির খেলা শেষ। বিদায়বেলায় ঘাবড়ে গিয়ে এমন কাজ করছে তৃণমূল। তবে শাসকবদল তৃণমূল দাবি করেছে, ওটা মানুষের ক্ষোভ।

Advertisement