scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS: মহেশতলার বিধ্বংসী আগুন নেভাল রোবট, দেখুন সেই ছবি

মহেশতলায় আগুন
  • 1/10

মহেশতলার আগুন নেভাতে অবশেষে রোবট নামানো হল। আগুন নেভানোর কাজে এই প্রথম রোবটের ব্যবহার হল রাজ্যে। এর আগে এই রোবটের ট্রায়াল রান হলেও বাস্তবে পরিস্থিতি মোকাবিলার কাজে আগে নামানো হয়নি। 

মহেশতলায় আগুন
  • 2/10

এই নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানান, রাজ্যে আগুন নেভানোর কাজে এই প্রথম রোবট ব্যবহার করা হল। রোবটটি দ্রুত আগুন নেভাতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

মহেশতলায় আগুন
  • 3/10

আজ সকালে আগুন লাগে  মহেশতলার ডাকঘর এলাকার নারকেল তেল এবং স্যানিটাইজার কারখানায়। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। 

Advertisement
মহেশতলায় আগুন
  • 4/10

একে একে দমকলের ৬টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। তবে খুব একটা সাফল্য পাননি দমকলকর্মীরা। বরং আগুন আরও ছড়িয়ে পড়তে শুরু করে। 

মহেশতলায় আগুন
  • 5/10

আগুন লাগার পর আহতও হন ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। 

মহেশতলায় আগুন
  • 6/10

তবে পরিস্থিতি বেগতিক দেখে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফোমের ব্যবহার শুরু হয়। তাতে আগুন আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে আগুনকে সম্পূর্ণ আয়ত্তে রোবট নামানোর পরিকল্পনা নেওয়া হয়। 

মহেশতলায় আগুন
  • 7/10

সেই মতো নামানো হয় রোবট। আর সেই রোবট ময়দানে নেমেই নিজের কামাল দেখাতে শুরু করে। 

Advertisement
মহেশতলায় আগুন
  • 8/10

বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। রোবট দেখতে অনেকেই ভিড় জমান। 

মহেশতলায় আগুন
  • 9/10

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আগে থেকে রোবট নামালে এতটা সময় লাগত না। 

মহেশতলায় আগুন
  • 10/10

কী কারণে আগুন লেগেছিল, তার তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে কারখানার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement