scorecardresearch
 

Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে এক ডজন স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এক ডজন মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মামলাগুলি দায়ের হয়েছে তমলুক থানায়। পুলিশ সূত্রে খবর, একাধিক ধারায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক ডজন মামলা দায়ের
  • তমলুক থানায় মামলাগুলি দায়ের হয়েছে
  • পুলিশ সূত্রে খবর, একাধিক ধারায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এক ডজন মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মামলাগুলি দায়ের হয়েছে তমলুক থানায়। পুলিশ সূত্রে খবর, একাধিক ধারায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

কী কারণে মামলা? পুলিশ সূত্রে খবর, করোনাকালে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধাদান, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন :   সংসদে বাজপেয়ীর ঘরটি দেওয়া হল নাড্ডাকে, ওই ঘরে বসতেন আডবাণীও

ভোটের ফল প্রকাশের পর BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে একাধিক অভিযোগে গতকাল তমলুকে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে গেরুয়া শিবির। জেলার BJP বিধায়ক ছাড়াও সেই সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরা করোনা পরিস্থিতিতে আইন না মেনে সভা করেছেন, তারই পরিপ্রেক্ষিতে এই মামলা বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অমরনাথ.কে। 

প্রসঙ্গত, গতকাল জেলা পুলিশ সুপারকে হুমকিও দেন শুভেন্দু। বলেন 'জেলায় ঠিকমতো কাজ না করলে কাশ্মীরে ডিউটি করতে যেতে হতে পারে।'

আরও পড়ুন : নিউটাউনে লিভ-ইন পার্টনারকে মারধর করে খুনের অভিযোগ, ধৃত যুবক

প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এমনিতেই বিপাকে শুভেন্দু অধিকারী। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে CID। গোয়েন্দারা একাধিকবার শুভেন্দুর বাড়িতেও গিয়েছেন। করেছেন ঘটনাস্থলের ভিডিওগ্রাফি। যদিও শুভেন্দু অধিকারী সেই সব নিয়ে চিন্তিত নন, প্রকাশ্য সভা থেকে সেই কথা জানিয়েছেন। তবে রাজনীতিবিদদের একাংশের মতে, শুভব্রতর মৃত্যু মামলা ও আজ তমলুক পুলিশের একাধিক মামলা দায়েরের জেরে চাপ বাড়ল রাজ্যের বিরোধী দলনেতার উপর। 

Advertisement
Advertisement