scorecardresearch
 
Advertisement
কলকাতা

মেঘ-বৃষ্টি সরিয়ে পৌষে ফিরবে ঠান্ডা? হাওয়া অফিসের পূর্বাভাস

অকালেই শীতের বিদায়?
  • 1/9

অকালেই কি রাজ্য থেকে বিদায় নিচ্ছে ঠান্ডা? এমন আশঙ্কার মাঝেই শীতবিলাসীদের জন্য সুখবর শোনাল আবহাওয়া অফিস। সামান্য হলেও কমবে তাপমাত্রা।    

অকালেই শীতের বিদায়?
  • 2/9

শুক্রবারদক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির জারি থাকার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। 

অকালেই শীতের বিদায়?
  • 3/9

পৌষে অকাল বর্ষণ! পশ্চিমী ঝঞ্ঝার জেরে আকাশজুড়ে মেঘ ও বৃষ্টির দাপটে উধাও শীতকালের ঠান্ডা। বেড়ে গিয়েছে তাপমাত্রা। 

Advertisement
অকালেই শীতের বিদায়?
  • 4/9

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টা হালকা বৃষ্টি হবে রাজ্যে।

অকালেই শীতের বিদায়?
  • 5/9

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হওয়ার কথা। 

অকালেই শীতের বিদায়?
  • 6/9

ঠান্ডা কি ফিরবে? হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি কমলেই তাপমাত্রা নামতে শুরু করবে। ৪৮ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

অকালেই শীতের বিদায়?
  • 7/9

রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে । 

Advertisement
অকালেই শীতের বিদায়?
  • 8/9

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘণ্টা হালকা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

অকালেই শীতের বিদায়?
  • 9/9

তারপর আকাশ পরিষ্কার হলে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। আগামী সাতদিন থাকবে কুয়াশা দাপট।
 

Advertisement