scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

South Bengal Rain Update:অবশেষে দক্ষিণবঙ্গে ঝড়-জলের পূর্বাভাস হাওয়া অফিসের

South Bengal Rain Update
  • 1/9

 রাতে স্বস্তি নেই, দিন যত বাড়ছে, ততই যেন অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া। কালবৈশাখীর দেখা মেলেনি। গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা জারি। 

South Bengal Rain Update
  • 2/9

এরমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী দুই থেকে তিনদিন দক্ষিণবঙ্গে তেমন  বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র আজ বাঁকুড়া ও বর্ধমানে অল্প বৃষ্টি হতে পারে। কিন্তু পুরো দক্ষিণবঙ্গে আগামী দুই দিনে কোন বৃষ্টি নেই।

South Bengal Rain Update
  • 3/9

রাজ্যের পশ্চিমের জেলাগুলি , বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুরে আগামী ২ থেকে ৩ দিন তাপপ্রবাহ চলবে।  

Advertisement
South Bengal Rain Update
  • 4/9


তবে সুখবরও শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মেয়ের প্রথম দিনেই পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করতে শুরু করবে , আর তারসঙ্গে  জলীয়বাষ্প প্রবেশ করবে।

South Bengal Rain Update
  • 5/9

আশা করা হচ্ছে এর ফলে উপকূলীয় জেলাগুলোতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। যেহেতু জলীয়বাষ্প ঢুকবে সেই সময় ছোট ছোট স্পেলে বৃষ্টিও হবে।
 

South Bengal Rain Update
  • 6/9

হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের  বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিও হতে পারে। রবিবার গোটা দক্ষিণবঙ্গে বেশির ভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর ৩ তারিখ অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন  সোমবার থেকে কলকাতা-সহ গোটা বঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরদার রয়েছে।
 

South Bengal Rain Update
  • 7/9

উত্তরবঙ্গে যেহেতু জলীয়বাষ্প প্রবেশ করছে তাই আগামী দুদিন  হালকা বৃষ্টি উত্তরবঙ্গেও চলবে। রবিবার  থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে।

Advertisement
South Bengal Rain Update
  • 8/9


কলকাতার ক্ষেত্রে  আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শহর ভিজতে পারে ৩ তারিখ থেকে।  বৃষ্টি শুরু হবে তার সঙ্গে ঝড়ের সম্ভাবনাও  রয়েছে। 

South Bengal Rain Update
  • 9/9

তবে এই বৃষ্টির ফলে যে তাপমাত্রা খুব বিশাল কমে যাবে তা নয়, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। যদিও রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে  ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা খানিকটা নাববে। কলকাতার তাপমাত্রাও খানিকটা কমবে ।
 

Advertisement