বৃহস্পতিবার কলকাতায় আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। ২০১০ সালের মঙ্গলকোট থানা এলাকার পুরনো একটি মামলায় বিধাননগরের এমপি-এমএলএ আদালতে তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলাতেই বৃহস্পতিবার আদালতে হাজিরা দেবেন তিনি। গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি বর্তমানে রয়েছেন আসানসোল বিশেষ সংশোধনাগারে। যদিও শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই-এর হেফাজতে থাকাকালীন কলকাতার নিজাম প্যালেসে ছিলেন তিনি। সেখানেই চলছিল জিজ্ঞাসাবাদ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। আসানসোলের বিশেষ সংশোধনাগারই এখন তাঁর ঠিকানা।
সিবিআই সূত্রে খবর, অনুব্রতর প্রয়াত স্ত্রী এবং মেয়ের নামে এখনও পর্যন্ত প্রচুর সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছে বোলপুরের মোট ১০টি রাইসমিল। ইতিমধ্যে ভোলে ব্যোম, শিব শম্ভু রাইসমিলে তল্লাশিও চালিয়েছেন সিবিআই কর্তারা। খোঁজ মিলেছে বেশকিছু জমিরও। ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথাও সামনে এসেছে। যদিও সেই টাকার উৎস সম্পর্কে জানা যায়নি। গোটা ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিবিআই।
আর এই সবের মধ্যেই তাঁকে সশীরে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরার নির্দেশ। যার জেরে তিনি আরও বিপাকে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সূত্রের খবর নিজের শারীরিক অবস্থার কথা ভেবে কলকাতায় আসার বিষয়ে খোদ অনুব্রতই। এখন দেখার শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হন কিনা।
আরও পড়ুন - পুজোর শপিংয়ে গিয়ে চিন্তা নেই, গোটা মাস শনি-রবিতে বাড়তি মেট্রো