সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি খবরের কাগজ দেখে বিষয়টি জেনেছেন। তিনি এই সব খবর রাখেন না।
সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। তা নিয়ে শুরু হয় জলঘোলা। তৃণমূলের সমালোচনায় মুখর হয় কংগ্রেস ও সিপিআইএম। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বায়রনের যোগদান প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। এক সাংবাদিক প্রশ্ন করেন, 'কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন তৃণমূলে যোগ দিয়েছেন।' তা শুনেই তৃণমূল নেত্রী বলেন, 'দেখুন ভাই এগুলো আমি জানি না। এগুলো লোকাল বিষয়। দেখুন আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে বসে নেই। এই ব্যাপারে লোকাল পার্টিকে জিজ্ঞেস করুন। ওরাই বলতে পারবে। আমার এই বিষয়ে কিছু জানা নেই। আমি খবরের কাগজের মাধ্যমে জেনেছি।'
তারপর ফের আরও এক সাংবাদিক বায়রন বিশ্বাসকে নিয়ে প্রশ্ন করলে কার্যত বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি বললাম তো, লোকাল পার্টিকে জিজ্ঞেস করুন। কারণ, আমি এগুলো করি না। এগুলো পার্টির নানা রকম সিস্টেম আছে। ব্লক লেভেলে করে। সুতরাং ব্লক লেভেলে জিজ্ঞেস করুন।'
প্রসঙ্গত, বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়ে বলেন,'আমি যে জিতেছি তাতে কংগ্রেসের কোনও অবদান ছিল না। আমি তৃণমূলের টিকিটে দাঁড়াতে চেয়েছিলাম। টিকিট পাইনি বলে কংগ্রেসে যাই। বরাবরই আমি তৃণমূলের লোক। আমি যদি বিশ্বাসঘাতকতা করি, সেই জবাব দেবেন জনগণ। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে তৃণমূলের টিকিটে আরও বেশি ভোটে জিতব। বিজেপিকে রুখতে গেলে একমাত্র মঞ্চ তৃণমূল।' পদত্যাগ করে কি আপনি নির্বাচনে ফের লড়বেন? বায়রনের জবাব, 'যদি দরকার পড়ে করব। এটা কংগ্রেসের ভোট নয়। ব্যক্তিগতভাবে কাজ করেছি, তাই মানুষ জিতিয়েছে। আবার ভোটে দাঁড়ালে জিতব।'
বায়রন যে ঘাসফুলের টিকিট চেয়েছিলেন সেই দাবিতে শিলমোহর দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'বায়রন বিশ্বাস নির্বাচনে দাঁড়ানোর আগে থেকেই আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তৃণমূলের পরিবারেরই ছেলে বায়রন। কিন্তু যে কোন কারণেই হোক আমার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি তখন। ভোটের পর একাধিকবার যোগাযোগ করেছিলেন। অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে আমাকে ফোন করেছিলেন গতকাল। তার পর মুর্শিদাবাদ থেকে ঘাটালে এসে যোগদান করলেন তৃণমূলে।'