ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, ৩৯১ জন পড়ুয়া ইউক্রেন থেকে ফেরত এসেছেন। ইঞ্জিনিয়ারদের বাংলায় লেখাপড়ার ব্যবস্থা করা হবে। টাকা পয়সা যাতে বেশি না খরচ হয় সেদিকে খেয়াল রাখা হবে। পড়ুয়ারা ইন্টার্নশিপ সরকারি কলেজে করতে পারবেন। দেওয়া হবে স্টাইপেন্ডও।
আরও পড়ুন : লঞ্চ করল Royal Enfield-এর নয়া বাইক, দেখলে চোখ ফেরাতে পারবেন না!
ইউক্রেনে বাংলা থেকে অনেকে মেডিক্যাল পড়তে গিয়েছিলেন। তাঁদের ফিরে আসতে হয়েছে। সেই সব পড়ুয়াদের জন্যও মুখ্যমন্ত্রী এরগুচ্ছ ঘোষণা করেন। জানান, তাঁর লক্ষ্য বাংলার ছাত্র-ছাত্রীদের নিরাপদে রাখা। তাঁর ঘোষণা, ফোর্থ ইযার, ফিফথ ইয়ার ও সিক্সথ ইয়ারের পড়ুয়াদের জন্য মেডিক্যাল কাউন্সিলকে অনুরোধ করা হবে। যাতে পড়ুয়ারা হাসপাতালে ইন্টার্ন হিসেবে কাজ করতে পারেন। সেজন্য তাঁদের স্টাইপেন্ডও দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এও বলেন, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল যদি এতে আপত্তি জানায় তাহলে তিনি নিজে হস্তক্ষেপ করবেন। তাঁর কথায়, 'প্রয়োজনে দিল্লিতে ন্যাশনাল মেডিকেলে যাব সবাইকে নিয়ে।'
মুখ্যমন্ত্রী জানান, সরকারি মেডিক্যাল কলেজেই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ইউক্রেন ফেরত ইন্টার্নরা। দেওয়া হবে স্টাইপেন্ড।প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা যদি চান, তাঁরা নতুন করে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে পড়াশোনা শুরু করতে পারবেন।
আরও পড়ুন : একটি বিড়ালের ৩টি বাচ্চার নাম অ, আ, ই, তাহলে মা বিড়ালের নাম কী! জানুন
মুখ্যমন্ত্রী বলেন, 'এটা একটি নতুন উদাহরণ স্থাপন করবে। আমরা এটা সফলভাবে করতে পারলে অন্য রাজ্যগুলিও অনুসরণ করবে। রাজ্যের দুই সিনিয়র IAS অফিসার দিল্লিতে গিয়ে অনুমতি নেবেন এর জন্য।'
ইউক্রেন ফেরত মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের বেসরকারি কলেজে পড়ার ব্যবস্থা করার পাশাপাশি তাঁরা যাতে সরকারি খরচে পড়ার সুযোগ পান, সেটাও দেখা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানান, ইউক্রেন ফেরত পড়ুয়ারা স্মার্টকার্ডের জন্যও আবেদন করতে পারবেন।