BJP নেতা দিলীপ ঘোষ নাম না করে তথাগত রায়কে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, 'উনি দল ছেড়ে দিতে পারেন।' তার পাল্টা দিয়ে তথাগত রায় জানিয়েছেন, 'দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।' কিন্তু গুপ্তকথা ফাঁস করব না জানালেও সোমবার তথাগত রায়ের একটি টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনেকেই দেখেশুনে প্রশ্ন তুলেছেন, তাহলে কি দলের গোপন কথা ফাঁস করতে শুরু করে দিলেন তথাগত রায়?
আরও পড়ুন : BJP-র মিছিল আটকাল পুলিশ, মমতাকে হুঁশিয়ারি সুকান্ত-শুভেন্দুদের
এদিনও একের পর এক টুইট করে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন তথাগতবাবু। দল অর্থ ও নারীচক্রের সঙ্গে যুক্ত আছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন BJP-র এই প্রবীণ নেতা। তিনি লেখেন, '“৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা - এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।'
রাজ্য নেতৃত্বকে আক্রমণ করে তাঁর আরও একটা টুইটবার্তা, 'বেকারী,দলবাজি,তোলাবাজি, খুনখারাপি,সংখ্যালঘু তোষণ ইত্যাদি সমস্যায় মানুষ পর্যুদস্ত হয়ে বিজেপিকে চাইছিলেন।তা সত্ত্বেও বিজেপি কেন এরকম শোচনীয় ফল করল তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। কারা এর জন্য দায়ী তাও চিহ্নিত করতে হবে। আগেই করা উচিত ছিল, এখনো হতে পারে। কিন্তু এড়িয়ে গেলে চলবে না।'
আরও পড়ুন : 'পুলিশ অনুমতি দেয়নি, মিছিল হবেই', হুঙ্কার দিলীপের
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক নেতার বিরুদ্ধে একের পর তোপ দেগে চলেছেন তথাগত রায়। যার প্রেক্ষিতে সম্প্রতি দিলীপ ঘোষ নাম না করে তথাগত রায়কে আক্রমণ করেন সম্প্রতি। বলেন, 'এত অসুবিধা হলে উনি দল ছেড়ে চলে যেতে পারেন।'
তারপরও থেমে থাকেননি তথাগত রায়। বরং একের পর এক আক্রমণ করে চলেছেন তিনি। আর তারই অঙ্গ হিসেবে এদিনও টুইট করে তিনি, অর্থ ও নারীচক্র থেকে দলকে টেনে বের করার পরামর্শ দেন।