scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

সেক্স করতে গিয়ে হার্ট অ্যাটাক! এই ছোট্ট ভুল কাড়তে পারত মহিলার প্রাণ

অনেক
  • 1/8

অনেক গবেষণায় দাবি করা হয়েছে, সেক্স শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু আপনি কি জানেন তা কোনও ব্যক্তির জীবন মরণ কারণ হতে পারে? 
 

অনলাইন
  • 2/8

অনলাইন ওয়েবসাইট রেডিট-এ ওয়ান নাইট স্ট্যান্ডের পর এক মহিলা সেক্সের পর কীভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তা জানান।
 

প্রতীকী ছবি
  • 3/8

মহিলা লেখেন, 'কয়েকদিন আগে এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। সেখানে একজন ব্যক্তির সঙ্গে আলাপ হয়। যদিও ওঁকে প্রায় এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় চিনি। বিয়েতে আমরা প্রচণ্ড নাচানাচি করেছি, হুল্লোড় করেছি। পার্টি শেষ হওয়ার পরে, আমি তাঁর সঙ্গে একটি হোটেলের ঘরে যাই। এরপর আমরা একে অপরের খুব কাছাকাছি চলে আসি। আমাদের মধ্যে যৌন কার্যকলাপ হওয়া শুরু হয়।"
 

Advertisement
তিনি
  • 4/8

তিনি আরও জানান, 'সেক্স করার পর হঠাৎ আমার বুকে ব্যথা শুরু হয়। আমার হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে যায়। মাথা ঘোরা শুরু করে এবং শ্বাস নিতে কষ্ট হয়। এমনটা আমার সাথে আগে কখনও হয়নি। আমি বুঝতে পারছিলাম আমার প্যানিক অ্যাটাক বা হার্ট অ্যাটাক হয়েছে।"
 

প্রতীকী ছবি
  • 5/8

এরপর আমি বুঝতে পারি একটা ওষুধ খাচ্ছি, যে কারণে হার্টের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। আমার হৃদস্পন্দন ঠিক আছে কিনা, তা দেখতে আমি অগস্টে দু'বার ইসিজিও করেছিলাম।
 

তবে ধন্যবাদ
  • 6/8

'তবে ধন্যবাদ জানাই সেই ব্যক্তিকে যে আমার সঙ্গে তখন ছিল। অসুস্থ হয়ে পড়লে ও আমার কোমর ঘষতে থাকে। আমাকে শান্ত রাখে। আমরা কয়েক ঘণ্টা ঘুমাতে পারিনি। তারপর হঠাৎ ব্যথা কমে যায়, তারপর আরাম পাই। সকালে আমরা একে অপরকে বিদায় জানিয়ে তারপর চিকিৎসকের কাছে যাই।
 

কার্ডিওলজিস্ট
  • 7/8

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তাঁর ইকেজি সম্পূর্ণ স্বাভাবিক। তবে যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে একজন কার্ডিওলজিস্টের সঙ্গে দেখা করতে হবে। এর পর পরদিনই তিনি একজন কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন এবং ঘটনাটি বিস্তারিত জানান।
 

Advertisement
মহিলার
  • 8/8

মহিলার এই ঘটনা নিয়ে এক ব্যবহারকারী কমেন্ট বক্সে লেখেন, 'সহবাসের সময় এমন অ্যাটাকের ঘটনা প্রায়ই ঘটে। তাই একেবারেই উপেক্ষা করবেন না। এমন পরিস্থিতিতে কী ধরনের ওষুধ খাচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।'

 

(ছবি: প্রতীকী)
 

Advertisement