scorecardresearch
 

কংগ্রেস টুইটারে সীমাবদ্ধ, BJP-বিরোধী জোটে আগ্রহ নেই কংগ্রেসের, দাবি TMC-র

কী অভিযোগ করেছে তৃণমূল? তাদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও বিজেপি বিরোধী জোট তৈরিতে কোনও পদক্ষেপ নেয়নি কংগ্রেস। মুখপত্রে লেখা, 'কংগ্রেস শুধু টুইটারের মধ্যেই সীমাবন্ধ। জোট তৈরির ক্ষেত্রে কোনও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ তারা গ্রহণ করেনি।'

Advertisement
মমতা ও রাহুল মমতা ও রাহুল
হাইলাইটস
  • BJP বিরোধী জোট গড়ার ক্ষেত্রে কংগ্রেস কোনও পদক্ষেপ করছে না
  • এই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস
  • তাদের অভিযোগ, তৃণমূল চাইলেও কংগ্রেস কোনও পদক্ষেপ করছে না

BJP বিরোধী জোট গড়ার ক্ষেত্রে কংগ্রেস কোনও পদক্ষেপ করছে না। এই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। দলের মুখপত্র 'জাগোবাংলা'-র সম্পাদকীয়তে এই অভিযোগ করেছে এই রাজ্যের শাসকদল। 

কী অভিযোগ করেছে তৃণমূল? তাদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও বিজেপি বিরোধী জোট তৈরিতে কোনও পদক্ষেপ নেয়নি কংগ্রেস। মুখপত্রে লেখা, 'কংগ্রেস শুধু টুইটারের মধ্যেই সীমাবন্ধ। জোট তৈরির ক্ষেত্রে কোনও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ তারা গ্রহণ করেনি।' 

আরও পড়ুন : প্রেমিকা বা স্ত্রী'কে এইগুলি ভুলেও বলবেন না

কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল লিখেছে, '২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। তারা দলের অন্দরের সমস্যা নিয়ে জর্জরিত। তাদের রাস্তায় প্রতিবাদ বা মিছিলে দেখা যায় না। কিন্তু, বিজেপি-কে যে হারানো যায়, তা আমরা প্রমাণ করে দিয়েছি। তাহলে আমরা কি শুধু কংগ্রেসের জন্য অপেক্ষায় করে যাব? এভাবে কংগ্রেসের উপর বিশ্বাস রাখা যায় না।' 

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ভালো ফল করার পর পরবর্তী লোকসভা ভোটের জন্য বিজেপি বিরোধী জোট গড়তে তৎপর হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠকও করেন তিনি। তবে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেয় বাম-কংগ্রেস জোট। তারপর থেকেই কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

আরও পড়ুন : দুর্গাপুজো মিটতেই পকেট খালি? এই ৫ কাজ করলে কালীপুজোতেও থাকবে হাতে টাকা

রাজনৈতিক মহলের একাংশের মতে, এখন জল মাপছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর গোয়াতে বিধানসভা ভোট আছে। সেখানে ইতিমধ্যেই দলের কাজ কর্ম শুরু করেছে ঘাসফুল শিবির। আবার উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যেও ভোট রয়েছে। তাই সেই সব ভোটে ফলাফল কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করছে তৃণমূল। একই অবস্থা কংগ্রেসেরও। তারাও সেই সব রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে আছে। ফলাফল সামনে আসার পরই তারা একসঙ্গে চলবে কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।   
 

Advertisement

Advertisement