কলকাতা পুলিশের বিরুদ্ধে FIR করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ইডি-র অভিযোগের ভিত্তিতে এই FIR করা হয়। ঘটনার তদন্তও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু নথি জাল পাওয়া গেছে। সেই নথিতে কলকাতা পুলিশের নির্দেশ ছিল। তাই ED দিল্লি পুলিশের কাছে অভিযোগ করে। যার পরে ক্রাইম ব্রাঞ্চ FIR করে।
আরও পড়ুন : PSC অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, গরমে অসুস্থ একাধিক
প্রসঙ্গত, কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ED মামলা দায়ের করেছে। তা নিয়ে চলছে তদন্তও। একাধিকবার জেরাও করা হয়েছে তৃণমূলের এই নেতাকে। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কেন অভিযোগ দায়ের ? সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় নথি জালিয়াতির অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। তাই ED অভিযোগ করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে। আর সেই কারণেই ক্রাইম ব্রাঞ্চ অভিযোগ দায়ের করে। যদিও দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কোনও আধিকারিক এই বিষয়ে কিছু বলতে রাজি নন।
প্রসঙ্গত, প্রায় সপ্তাহ তিনেক আগে আজ, ED-র দফতরে নথি জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক হাজার পাতার নথি জমা দেওয়া হয় তাঁর পক্ষে। ইমেলের মাধ্যমে এই নথি জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল।
আরও পড়ুন : একের পর এক ব্যারিকেড ভাঙল BJP, জখম ৪ কর্মী; দাবি সুকান্তর
সেই সময় ED সূত্রে খবর পাওয়া গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথিগুলো পরীক্ষা করে দেখা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর তারপর কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা সামনে এল।
কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গত ২০ মার্চ দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেককে। সেখানে তাঁকে সাড়ে আট ঘণ্টা জেরা করা হয়। জেরা চলাকালীন অভিষেকের কাছে নথিপত্রও চাওয়া হয়। অভিষেক জানিয়েছিলেন তিনি নথি পাঠিয়ে দেবেন। সেই মোতাবেক হাজার পাতার নথি তিনি ইমেল করেছিলেন।