scorecardresearch
 

Durga Pujo 2022: দুর্গাপুজোয় সারারাত সরকারি বাস? যা জানালেন পরিবহণমন্ত্রী...

মাঝ রাতে বাড়ি ফেরার জন্য বেসরকারি বাস ও গাড়ির উপরই নির্ভর করে মানুষ। তবে সব রুটে বেসরকারি বাস মেলেও না। যদিও এ বছর থেকে রাতের মেট্রো চালু হয়ে যাবে। তা-ও ঝক্কি কমাতে পুজোয় সরকারি বাস চালানোর সিদ্ধান্তও নিয়েছে পরিবহণ দফতর। পুজোর আগেই শতাধিক বাস পথে নামছে। পরিবহণ দফতর জানিয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত রাস্তায় মিলবে সরকারি বাস। 

Advertisement
দুর্গাপুজোয় সারারাত বাস পরিষেবা। দুর্গাপুজোয় সারারাত বাস পরিষেবা।
হাইলাইটস
  • করোনার পর এই পুজোয় ফের ভিড়ের সম্ভাবনা।
  • সারারাত বাস চালাবে সরকার।

করোনার কারণে গত দু'বছর নিয়ন্ত্রিত হয়েছিল দুর্গাপুজোয় বাঙালির প্যান্ডেল ঘোরা। এবার করোনার দাপট আর নেই। সেই পুরনো আমেজে ফিরতে চলেছে বঙ্গজীবনের শ্রেষ্ঠ উৎসব। আর হুজুগে জাতির ঠাকুরদেখা মানে রাতকাবার। সে কথা মাথায় রেখে আগের মতো সারারাত ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। সরকারি বাসও বাঁধছে না ঘড়ির কাঁটায়। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন,পুজোয় রাতে বাসের চাহিদা থাকে। তাই অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।        

মাঝ রাতে বাড়ি ফেরার জন্য বেসরকারি বাস ও গাড়ির উপরই নির্ভর করে মানুষ। তবে সব রুটে বেসরকারি বাস মেলেও না। যদিও এ বছর থেকে রাতের মেট্রো চালু হয়ে যাবে। তা-ও ঝক্কি কমাতে পুজোয় সরকারি বাস চালানোর সিদ্ধান্তও নিয়েছে পরিবহণ দফতর। পুজোর আগেই শতাধিক বাস পথে নামছে। পরিবহণ দফতর জানিয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত রাস্তায় মিলবে সরকারি বাস। 

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান পুজোয় এই প্রথম সারা রাত বাস চালানো হবে। নির্দিষ্ট রুটে চলবে সরকারি বাস। এনিয়ে পুলিশের সঙ্গে কথাও হয়েছে। নো এন্ট্রি রুট এড়িয়ে চলবে বাসগুলি। পুজোয় রাতে বাসের চাহিদা থাকে। সে কথা মাথায় রেখে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এও জানান, পুজোর আগে ১০০-র বেশি এসি ও নন-এসি বাস নামছথে রাস্তায়। পুজোর পর আরও ১২০টি বাস নামাতে হবে। 

বলে রাখি, কলকাতা মেট্রো রেল আগেই ঘোষণা করেছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোররাত পর্যন্ত মেট্রো চলবে। এতে সুবিধা হবে শহর ও শহরতলির যাত্রীদের যাঁরা পুজো দেখতে তিলোত্তমায় আসেন। এবার সরকারি বাসের আয়োজনও হল। এসি, নন এসি মিলিয়ে মোট ১০৪টি বাস অতিরিক্ত চলবে শহরে, এমনটাই পরিবহণ দফতর সূত্রের খবর। শুধু শহরের মধ্যে নয়, দূরপাল্লার বাসও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

আরও পড়ুন- পুজোর আগে প্রাথমিকে চাকরি? হাইকোর্টের নির্দেশ মেনে ডাকা হল ১৮৭ জনকে

Advertisement