scorecardresearch
 

India Today Conclave East 2021: তৃণমূল থেকে আসা কেউ হতে পারেন বিজেপির মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ? উত্তরে কী বললেন শাহ ?

বাংলায় কে হতে পারে বিজেপির (BJP)মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ? আদি বিজেপি না এই পদে দেখা যতে পারে কোনও তৃণমূল (TMC)থেকে আসা নেতাকেও। প্রশ্ন ঘিরে জলঘোলা হচ্ছিল বহুদিন ধরেই। অবশেষে এই নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)।

Advertisement
অমিত শাহ অমিত শাহ
হাইলাইটস
  • বাংলায় কে হতে পারে বিজেপির (BJP)মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ?
  • আদি বিজেপি না এই পদে দেখা যতে পারে কোনও তৃণমূল (TMC)থেকে আসা নেতাকেও।
  • অবশেষে এই নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)।

বাংলায় কে হতে পারে বিজেপির (BJP)মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ? আদি বিজেপি না এই পদে দেখা যতে পারে কোনও তৃণমূল (TMC)থেকে আসা নেতাকেও। প্রশ্ন ঘিরে জলঘোলা হচ্ছিল বহুদিন ধরেই। অবশেষে এই নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)।

India Today Conclave East 2021-এ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,' কৈলাস বিজয়বর্গীয়রা কখনোই বাংলার মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী হবেন না। এই বিষয়টা নিশ্চিত। রাজ্য়ে বিজেপির মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী কোনও ভূমিপুত্র বাঙালিই হবেন।' তৃণমূল থেকে আসা কোনও ব্যক্তি মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা জানতে চাইলে শাহ বলেন, 'আমি এরকম কিছু বলিনি। কিন্তু বিজেপির মুখ্য়মন্ত্রী কোনও ভূমিপুত্রই হবেন।'

India Today Conclave East 2021: বাংলায় 'পরিবর্তন যাত্রা'র পিছনে উদ্দেশ্য় কী ? জবাবে কী বললেন অমিত শাহ ?

রাজ্য় রাজনীতির সাম্প্রতিক অতীত বলছে, তৃণমূল থেকে একাধিক সাংসদ, বিধায়ক,মন্ত্রী গিয়েছেন বিজেপিতে। যাদের নিয়ে খোদ বিজেপির মধ্য়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আদি বনাম নব্য়ের দ্বন্দ্বে কোথাও কোথাও সমস্যাও তৈরি হয়েছে। যা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে দিলীপ ব্রিগেড। দলের রাজ্য় সভাপতি প্রকাশ্য়ে এ নিয়ে বলেছেন,যখন সময় হবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। এদিন অমিত শাহের মুখেও শোনা যায় সেই কথা। তিনি বলেন,অন্য় দল থেকে বিজেপিতে চাইলেই আসা যায় না। এর জন্য় একটা স্ক্রিনিং কমিটি রয়েছে। যারা কাদের নেবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সময় এলে সেই দ্বার বন্ধও হয়ে যেতে পারে। 

India Today Conclave East 2021: ''আমার নাম নিতে কেন ভয় পায়? মহুয়া মৈত্রের বক্তব্য় নিয়ে বাক্য়বান গগৈয়ের

এই বলেই অবশ্য় থেমে থাকেননি অমিত শাহ। রাজ্য়ে কেন বিজেপির প্রচার যাত্রার নাম পরিবর্তন যাত্রা, তাও খোলসা করেছেন তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পরিবর্তন যাত্রা নাম দেওয়া মানে কেবল মুখ্য়মন্ত্রী বদল বা শাসক দলকে পরিবর্তন করার বিষয় নয়। আমাদের কাজ বাংলায় পরিস্থিতির পরিবর্তন আনা। গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে চাইছি আমরা। আমার মনে হয় , বাংলার জনাতা আগামী পাঁচ বছর, এখন যে পরিস্থিতিতে আছে তা দেখতে চাইবে না। সেই কারণেই এই পরিবর্তনযাত্রায় নেমেছে বিজেপি।

Advertisement

India Today Conclave East 2021: 'বিজেপির সরকার যেখানে, সংখ্য়ালঘুরা কেন ভয় পাবে সেখানে ?' প্রশ্ন নুসরতের

এদিন জয় শ্রীরাম ধ্বনি নিয়েও মুখ খোলেন তিনি। শাহ বলেন, স্লোগান তখনই তৈরি হয়, যখন জনতা সেই ধ্বনিকে সমর্থন করে। সেটা জয় শ্রীরাম, বন্দেমাতরম, ভারত মাতা কী জয় যাই হোক না কেন। অনেকে জয় শ্রীরামকে রাজনৈতিক স্লোগান বা ধার্মিক স্লোগান আখ্য়া দেন। কিন্তু এই স্লোগান একটা সংস্কৃতির স্লোগান। বঙ্গের হিংসার সংস্কৃতির পরিবর্তন করতে চায় বিজেপি। তাই এই ধ্বনি উঠছে বঙ্গে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তোষণের রাজনীতির জন্য আজ আক্রোশের সঙ্গে এই স্লোগান দেওয়া হচ্ছে। আগেও এখানে হিংসা হোতো। তবে বাংলার সংস্কৃতি কখনও এরকম ছিল না। 


Advertisement