হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে যাওয়ার আগে সাবধান। খালি হাতে ফিরতে হবে পারে আপনাকে। সেইসঙ্গে গাড়িতেও জ্বালানি দেওয়া হবে না। এবাহর এমনটাই নিয়ম চালু করেছে কলকাতা পুলিশ। যে সব চালকরা হেলমেট পড়বেন না, তাদের পেট্রোল দেওয়া হবে না। ইতিমধ্যে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
Notification regarding 'No Helmet No Petrol' drive. pic.twitter.com/Blenuy608m
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) December 4, 2020
কী রয়েছে নতুন এই নিয়মে
কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার যে অংশগুলি কলকাতার মধ্যে রয়েছে (কলকাতা পুলিশের আওতাধীন) সেখানেই এই নিয়ম লাগু থাকবে। টু-হুইলারের (বাইক, স্কুটি ইত্যাদি) কোনও চালক-আরোহী হেলমেট ছাড়া থাকলে, এই এলাকাগুলির মধ্যে থাকা পেট্রোল-ডিজেল পাম্প থেকে জ্বালানি মিলবে না। অর্থাৎ বকলমে সমস্ত টু-হুইলারের জন্য হেলমেট বাধ্যতামূলক। যদিও আগে থেকেই হেলমেট বাধ্যতামূলক নিয়মটি ছিল। কিন্তু নিত্যদিন দেখা যায় হেলমেট ছাড়া বাইক-স্কুটি চালাতে। তাই এবার বছরের শেষে এসে কড়া ওষুধ প্রয়োগ করল পুলিশ। ৮ তারিখ থেকে নতুন এই নিয়মটি শুরু হবে। চলবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই নির্দেশিকায় সাক্ষর রয়েছে পুলিশ কমিশনার অনুজ শর্মার। পুরো পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে, নো হেলমেট, নো পেট্রোল।
আরও পড়ুন, স্বামীকে কাস্তে-কোদালের কোপ, গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা, ধৃত স্ত্রী
শহরের পথ নিরাপত্তায় জোর
শহরে বিনা হেলমেটে বাইক চালানোর ঘটনা নতুন কিছু নয়। বিনা হেলমেটে চলা চালক-আরোহীদের জরিমানাাও করা হয়। কিন্তু তাতেও রাশ টানা যায়নি। বেশ কিছু দুর্ঘটনার ক্ষেত্রেও বিনা হেলমেটের কথাও সামনে এসেছে। তাই সব দিক বিবেচণা করেই এবার কড়া পথে হাটল কলকাতা পুলিশ। আপাতত কলকাতা পুলিশের আওতাধীন এই এলাকাগুলিতে এই নিয়ম থাকবে। অর্থাৎ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার যে অঞ্চলগুলি কলকাতার মধ্যে পড়ে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে টুইটও করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ৫ ফেব্রুয়ারি বহাল থাকবে এই নিয়ম। প্রসঙ্গত, দীর্ঘ প্রতিক্ষার পরে কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছেন মাঝেরহাট ব্রিজ। তার কয়েকদিনের মধ্যে নতুন এই নিয়ম আনল কলকাতা পুলিশ।