scorecardresearch
 

Mamata Banerjee: রদবদল ঘোষণা মমতার, কারা পাচ্ছেন মন্ত্রিত্ব? কাদের ছুটি?

mamata banerjee on reshuffle: সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা শুরু হয়েছিল,মন্ত্রিসভা রদবদল করতে পারেন এ দিনই। তার ইঙ্গিত বৃহস্পতিবার দিয়েছিলেন মমতা। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণার পর তিনি বলেছিলেন,'পার্থদার দফতরগুলি আপাতত আমার কাছে থাকছে। হয়তো কিছুই করব না, মন্ত্রিসভা গঠন না করা পর্যন্ত এই দফতরগুলি আমার কাছে এসেছে।'

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
হাইলাইটস
  • মন্ত্রিসভায় রদবদল ঘোষণা মমতার।
  • এ দিনই সাংগঠনিক পদেও একাধিক রদবদল করেছে তৃণমূল। তা থেকে ইঙ্গিত মিলেছে কারা মন্ত্রিত্ব পেতে পারেন।

খবর ছিলই। সোমবার তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে তিনি মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন। তবে কামরাজ পরিকল্পনায় রদবদল করছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।  বরং একটি ‘ছোট রিশাফল’। ফাঁকা থাকা দফতরগুলির দায়িত্ব বন্টন করবেন। নতুন কয়েকজনকে মন্ত্রী করা হবে। কয়েকজনকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়ে দলের কাজে লাগাতে চান। 

সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা শুরু হয়েছিল,মন্ত্রিসভা রদবদল করতে পারেন এ দিনই। তার ইঙ্গিত বৃহস্পতিবার দিয়েছিলেন মমতা। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণার পর তিনি বলেছিলেন,'পার্থদার দফতরগুলি আপাতত আমার কাছে থাকছে। হয়তো কিছুই করব না, মন্ত্রিসভা গঠন না করা পর্যন্ত এই দফতরগুলি আমার কাছে এসেছে।'

এ দিন মমতা বলেন,' অনেক রকম খবর করছেন। ওই যেটা মাননীয় বিচারপতি বলছেন, ক্যাঙারু ট্রায়াল চলছে। যাঁরা মাতব্বর হয়ে গিয়েছে, তাঁর বলছে,কামরাজ পরিকল্পনায় নতুন মন্ত্রিসভা করা হবে। এমন কোনও প্ল্যান আমাদের নেই।পরশু (বুধবার) আমরা একটা ছোট্ট রিশাফল করব বিকাল চারটেয়। । সিনিয়র নেতা সুব্রতদা ও সাধন পাণ্ডে মারা গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। এঁদের কাজগুলি কে করবে? অনেকগুলি দফতর ফাঁকা পড়ে। সুব্রতদা পঞ্চায়েত দেখতেন। ক্রেতা সুরক্ষা দফতর দেখতেন সাধনদা। পার্থদা শিল্প, তথ্যপ্রযুক্তি দেখতেন। আমার পক্ষে একার ঘাড়ে সবটা রাখা সম্ভব নয়। ৪-৫ জন মন্ত্রীকে দলের কাজে লাগাব। ৫-৬জনকে নতুন নিয়ে আসব।' 

কারা মন্ত্রিত্ব পেতে পারেন?

এ দিনই সাংগঠনিক পদেও একাধিক রদবদল করেছে তৃণমূল। তা থেকে ইঙ্গিত মিলেছে কারা মন্ত্রিত্ব পেতে পারেন। বারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। তিনি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে জল্পনা। শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তীকেও সরিয়ে দেওয়া হয়েছে। অভিষেক ঘনিষ্ঠ স্নেহাশিস মন্ত্রিত্ব পেতে পারেন বলে খবর। মন্ত্রী সৌমেন মহাপাত্রকে তমলুক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে, জোরদার জল্পনা। কোচবিহার জেলার চেয়ারম্য়ান পদ থেকে সরানো হয়েছে উদয়ন গুহকে। তাঁর মন্ত্রিত্বের সম্ভাবনাও তুঙ্গে। তাপস রায়ও মন্ত্রিসভায় আসতে পারেন। তিনিও কোনও সাংগঠনিক দায়িত্ব পাননি। তৃণমূল সূত্রের খবর, মন্ত্রিসভায় আসতে পারেন বিজেপিত্যাগী বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়ও। 

Advertisement

আরও পড়ুন- রাজ্যে ৭ নতুন জেলা, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

Advertisement