scorecardresearch
 

শীতের রাতে বাইপাসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি

শীতের সন্ধ্যায় বাইাসের ধারে বিধ্বংসী আগুন। পূর্বাসা আবাসনের পাশের ঝুপড়িতে এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ২টি ইঞ্জিন। পরে দ্রুত ইঞ্জিনের সংখ্যা বাড়ান হয়। বর্তমানে ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু।

Advertisement
বাইপাসে বিধ্বংসী আগুন বাইপাসে বিধ্বংসী আগুন
হাইলাইটস
  • বাইপাসের ধারে বিধ্বংসী আগুন
  • আগুন পূর্বাসা আবাসনের পাশের ঝুপড়িতে
  • ঝুপড়ির অধিকাংশই ভস্মীভূত হয়ে গিয়েছে

শীতের সন্ধ্যায় বাইাসের ধারে বিধ্বংসী আগুন। পূর্বাসা আবাসনের পাশের ঝুপড়িতে এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ২টি ইঞ্জিন। পরে দ্রুত ইঞ্জিনের সংখ্যা বাড়ান হয়। বর্তমানে ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু।

গ্রহণযোগ্যতা পেতে তৃণমূলই ভরসা, দল ভাঙানো নিয়ে বিজেপিকে খোঁচা ফিরহাদের

কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু হিমেল হাওয়ায় আগুনের তীব্রতা বা়ড়তে থাকে। প্রথমে স্থানীয় মানুষই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু লেলিহান শিখার তীব্রতা বাড়তে থাকায় রিস্থিতি অনেকটাই প্রতিকূল হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি।

দলবদলের বাংলায় মমতাকে নিয়ে কার্টুন পোস্ট দিলীপের! দেখুন

ভর সন্ধেবেলা এই আগ্নিকাণ্ডের জেরে ইএম বাইপাসের যান চলাচল ব্যাহত হয়। অফিস ফেরত বহু মানুষ মাঝপথেই আটকে পড়েন।  বেলেঘাটা কানেক্টরে নিয়ন্ত্রিত যান চলাচল। বাইপাসের দিকে যান চলাচল ধীরে চললেও দক্ষিণ থেকে উত্তরের দিকে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায়। আটকে পড়ে একের পর এক গাড়ি। অফিস ফেরত যাত্রীরা ভোগান্তির শিকার হন।

দমকলমন্ত্রী জানান, এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঝুপড়িবাসী সকলকেই নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও সরকার পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে। 

আলো কম থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকলকর্মীদের। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। উদ্ধার কাজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। যদিও ঝুপড়ির অধিকাংশই ভস্মীভূত হয়ে গিয়েছে।  ক্ষতিগ্রস্ত ঝুপড়িবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

Advertisement

 

-256109

Advertisement