টিজার সামনে আসতেই বিতর্কে রণদীপ হুডা অভিনীত ‘স্বতন্ত্রবীর সাভরকর’। ২৮ মে বিনায়ক দামোদর সাভরকরের জন্মদিনে সামনে এসেছে ‘স্বতন্ত্রবীর সাভরকর’ সিনেমার প্রথম ঝলক। নিজের টুইটার হ্যান্ডল থেকে সেই ক্লিপ টুইট করেন রণদীপ। আগামী অগস্টে সিনেমার মুক্তি। তার আগে সাভরকরের জীবন-নির্ভর তথ্যচিত্র নিয়ে শুরু হল বিতর্ক। বাংলায় বিতর্কের কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম। টিজারে দারি করা হয়েছে সাভরকর অনুপ্রাণিত করেছেন ভগৎ সিং, নেতাজী ও ক্ষুদিরামকে। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
রণদীপ হুডা টুইটারে লেখেন সাভরকরের থেকেই নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং অনুপ্রেরণা পেয়েছিলেন। ব্রিটিশদের তালিকায় মোস্ট ওয়ান্টেড ভারতীয় হিসেবে নাম ছিল বলে দাবি করেন।
The most wanted Indian by the British. The inspiration behind revolutionaries like - Netaji Subhash Chandra Bose, Bhagat Singh & Khudiram Bose.
— Randeep Hooda (@RandeepHooda) May 28, 2023
Who was #VeerSavarkar? Watch his true story unfold!
Presenting @RandeepHooda in & as #SwantantryaVeerSavarkar In Cinemas 2023… pic.twitter.com/u0AaoQIbWt
আর এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। অভিনেত্রি স্বস্তিকা মুখোপাধ্যায় টুইটারে লেখেন, “ক্ষুদিরাম বসু মাত্র ১৮ বছর বয়সে শহিদ হয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার আগেই কেউ তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন? আর নেতাজি কারও অনুপ্রেরণা পেয়ে নেতাজি হয়েছেন? ভগৎ সিংয়ের ইতিহাস তো সকলেই জানেন। এ বিশ্বের কোথা থেকে এই অনুপ্রেরণার গল্পগুলো আসছে বলুন তো?”
Khudiram Bose died at the age of 18. Someone inspired him even before that to join the freedom movement?
And Netaji became Netaji because he was inspired by someone ? And Bhagat Singh’s history we all know already. From where on earth are these inspiring stories popping up ?— Swastika Mukherjee (@swastika24) May 29, 2023Advertisement
রণদীপকে ট্যাগ করে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, “অভিনেতা হিসেবে আপনাকে ভালবাসি আর সম্মান করি কিন্তু বলতে বাধ্য হচ্ছি ছবির প্রচারের জন্য এমন ভুল খবর ছড়াবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, ভগৎ সিংয়ের সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। যা ছড়াতে বলা হচ্ছে তা না ছড়িয়ে একটু আসল ইতিহাস জানার চেষ্টা করুন। কঙ্গনার মতো আপনিও হয়ত জাতীয় পুরস্কার পেয়ে যাবেন কিন্তু নিজের অনুরাগীদের মন পাবেন না।”
‘স্বতন্ত্রবীর সাভরকর’ সিনেমায় সাভরকরের চরিত্রে দেখা যাবে রণদীপকে। ছবিটির পরিচালনা করেছেন একাধিক হিন্দি, মরাঠি, তেলুগু ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর। সাভরকরের ১৩৯তম জন্মবার্ষিকীতে সামনে এসেছে এই ছবির পোস্টার।