scorecardresearch
 

তারকা MP-MLA-দের নানা কেচ্ছার অভিযোগ, বিড়ম্বনায় তৃণমূল?

বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে জায়গা করে নিয়েছে গ্ল্যামার দুনিয়া। আবার তারকা প্রার্থীদের ময়দানে নামিয়ে সাফল্যও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের সাংগঠনিক কাজেও এবার তাঁদের লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই তারকাদের নিয়েই এবার বিব্রত ঘাসফুল শিবির। যেভাবে গ্ল্যামার দুনিয়া থেকে আসা সাংসদ-বিধায়কদের ব্যক্তিগত জীবন সামনে চলে আসছে, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল শিবিরকে।

Advertisement
তারকা সাংসদ-বিধায়ক নিয়েই বিপাকে দল তারকা সাংসদ-বিধায়ক নিয়েই বিপাকে দল
হাইলাইটস
  • তৃণমূলে বরাবরই তারকাদের ছড়াছড়ি
  • এবার সেই তারকা সাংসদ-বিধায়ক নিয়েই বিপাকে দল
  • ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে

একুশের বিধানসভা ভোটে টলিউড তাস খেলেছিলেন তৃণমূলনেত্রী। আর তাতে তিনি সফল তা বলাই বাহুল্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তারকা প্রীতি বহু পুরনো। ক্ষমতায় আসার আগে থেকেই তারকা প্রার্থীদের ময়দানে নামিয়ে বরাবর চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা হোক বা বিধানসভা ভোট তৃণমূলের প্রার্থী তালিকায় সবসময় জ্বলজ্বল করতে দেখা গেছে নামি-দামি ব্যক্তিত্বদের। একুশে জুলাইয়ের মঞ্চেও বরাবর দেখা গেছে গ্ল্যামারের ঝলকানি। টিলউডের নামকার অভিনেত্রী হোক বা টেলিভিশনের জনপ্রিয় চরিত্র, বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে জায়গা করে নিয়েছে গ্ল্যামার দুনিয়া। আবার তারকা প্রার্থীদের ময়দানে নামিয়ে সাফল্যও পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের সাংগঠনিক কাজেও এবার তাঁদের লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই তারকাদের নিয়েই এবার বিব্রত ঘাসফুল শিবির। যেভাবে গ্ল্যামার দুনিয়া থেকে আসা সাংসদ-বিধায়কদের ব্যক্তিগত জীবন সামনে চলে আসছে, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল শিবিরকে।

 

 

২০১৯ সালের লোকসভা ভোটে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে ময়দানে নামিয়ে সকলকে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাশ করেননি দুই গ্ল্যামার কন্যাই। প্রথমবার ভোটে দাঁড়িয়েই রেকর্ড গড়েছিলেন  অভিনেত্রী নুসরত জাহান। বসিরহাট কেন্দ্রে তৃণমূলের  তারকা প্রার্থী পান ৭ লাখ ৮২ হাজার ৭৮টি ভোট। নিকটবর্তী বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর প্রাপ্ত ভোটের তুলনায় যা প্রায় ২৫ শতাংশ বেশি ছিল। নুসরত এবং সায়ন্তনের ভোটের ব্যবধান ছিল ৩ লাখ ৫০ হাজার ৩৬৯। ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এত বড় ব্যবধান নিয়ে আর কোনও তৃণমূল প্রার্থীই জেতেননি। রাজনীতির ময়দানে নামার পর যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গেছে নুসরতকে। নিজের বিয়ে, সংসার, অভিনয়ের পাশাপাশি মন দিয়ে রাজনীতিও করেছেন। নিয়মিত শাহ-মোদীদের ট্যুইটে আক্রমণ করতেও দেখা গেছে তাঁকে। এমনকি একুশের বিধানসভা ভোটে তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন নুসরত। কিন্তু সেই সাংসদ নুসরতকে নিয়েই এখন বিব্রত দল। 

Advertisement

এবার স্ত্রীর বিরুদ্ধে থানায় কাঞ্চন

প্রেমের কথা ফাঁস হওয়ায় হুমকি দিচ্ছেন MLA কাঞ্চন, পুলিশের দ্বারস্থ স্ত্রী

সম্প্রতি নুসরত দাবি করেন তিনি নিখিল জৈনকে বিয়ে করেননি, কেবল লিভ ইন করেছেন। এর মাঝেই অন্তঃসত্ত্বা অভিনেত্রীর সন্তানের বাবা কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। নুসরতের সঙ্গে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো যশ  দাশগুপ্তকে নিয়েও আলোচনা কম হচ্ছে না। দলের সাংসদকে নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক নিয়ে অবশ্য তৃণমূলের ছোট-বড় কোনও নেতাই মুখ খুলতে চাইছেন না। উল্টে  'ব্যক্তিগত বিষয়'  বলে এড়িয়ে যেতে চাইছেন তাঁরা। তবে বিরোধী বিজেপি বিষয়টিকে এত সহজে ছেড়ে দিতে নারাজ। সংসদে শাড়ি পরে , সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া নববধূর সাজে সাংসদের বলা, , 'আমি নুসরত জাহান রুহি জৈন' বরং ভাইরাল করে দিয়েছে বিজেপি। তাহলে কি সংসদে দাঁড়িয়ে নুসরত মিথ্যা বলেছেন এই প্রশ্ন উঠছে।  যা নিয়ে কোনও স্পষ্ট উত্তর নেই তৃণমূলের কাছে। বরং নুসরতের বিষয়টি ব্যক্তিগত, এর সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই বলেই ট্যুইটে দায় ঝাড়তে চেয়েছেন কুণাল ঘোষ।

 

 

নুসরতের বিতর্ক এখনও মেটেনি। তারমধ্যে হাজির এবার বিধায়ক কাঞ্চন মল্লিক। বিধানসভা ভোটের আগে যেসব তারকারা তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কাঞ্চন। অভিনেতাকে  বিধানসভা নির্বাচনের প্রার্থীও করেন দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার মর্যাদাও রেখেছেন কাঞ্চন। তাঁকে নিয়ে দলের অন্দরে বহিরাগত ইস্যু উঠলেও উত্তরপাড়া থেকে তিনিই বিধায়ক হয়েছেন। এদিকে কাঞ্চনের বিধায়ক হিসাবে আত্মপ্রকাশের একমাস হতে না হতেই সামনে চলে আসছে তাঁর ব্যক্তিগত জীবন। গত কয়েকদিন হল শোনা যাচ্ছিল বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বিধায়ক।  কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে অভিনেতার। এর মাঝেই শনিবার রাতে কাঞ্চন মল্লিকের নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনের পাশাপাশি তাঁর চর্চিত প্রেমিকা, অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের নামেও হেনস্থার অভিযোগ করেছেন পিঙ্কি। শ্রীময়ী তাঁকে বন্দর এলাকার এক ক্ষমতাবান তৃণমূলনেতার নাম নিয়ে ভয় দেখিয়েছেন এমনটাই দাবি পিঙ্কির। প্রসঙ্গত শ্রীময়ীকে এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠানে দেখা গেঠে। রাজনীতির পথ ধরেই কাঞ্চনের সঙ্গে শ্রময়ী ঘনিষ্ঠতা এগোয় বলেই খবর। এদিকে শোনা যাচ্ছে স্ত্রীর বিরুদ্ধে চেতলা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চনও। তবে এভাবে উত্তরপাড়ার বিধায়কের পারিবারিক জীবন নিয়ে চর্চা শুরু হওয়ায় যথেষ্টই বিব্রত তৃণমূল কংগ্রেস। নুসরতের মত কাঞ্চনের ক্ষেত্রেও ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যেতে চাইছে দল। ছোট-বড় কোনও নেতাই মুখ খুলতে চাইছেন না।  তবে অস্বস্তি যে তাতে কাটছে না তা বলাই বাহুল্য। 
 

 

Advertisement