scorecardresearch
 

Suvendu Adhikari : '৭ দিনের মধ্যে অবস্থান স্পষ্ট করুন', দলত্যাগী তন্ময়-বিশ্বজিৎকে কড়া চিঠি শুভেন্দুর

বিষ্ণুপুরের দলত্যাগী বিধায়ক তন্ময় ঘোষ ও বনগাঁর দলত্যাগী বিধায়ক বিশ্বজিৎ দাসকে  কড়াবার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তন্ময় ঘোষ। আবার এদিন বিশ্বজিৎ দাসও রাজ্যের শাসকদলে ফিরে গিয়েছেন। তা নিয়ে এবার তাঁদের চিঠি লিখলেন নন্দীগ্রামের বিধায়ক। 

Advertisement
বিশ্বজিৎ দাস, শুভেন্দু অধিকারী ও তন্ময় ঘোষ বিশ্বজিৎ দাস, শুভেন্দু অধিকারী ও তন্ময় ঘোষ
হাইলাইটস
  • বিষ্ণুপুরের দলত্যাগী বিধায়ক তন্ময় ঘোষ ও বাগদার বিশ্বজিৎ দাসকে কড়াবার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
  • গত ২ দিনে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ওই দুই বিধায়ক
  • আর তা নিয়ে এবার তাঁদের চিঠি লিখলেন নন্দীগ্রামের বিধায়ক

বিষ্ণুপুরের দলত্যাগী বিধায়ক তন্ময় ঘোষ ও বনগাঁর দলত্যাগী বিধায়ক বিশ্বজিৎ দাসকে  কড়াবার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তন্ময় ঘোষ। আবার এদিন বিশ্বজিৎ দাসও রাজ্যের শাসকদলে ফিরে গিয়েছেন। তা নিয়ে এবার তাঁদের চিঠি লিখলেন নন্দীগ্রামের বিধায়ক। 

আরও পড়ুন : আস্তে আস্তে হারিয়ে যাবে ইলিশ, পাবদা, পুঁটি! চাঞ্চল্যকর তথ্য

শুভেন্দু অধিকারী ওই দুই বিধায়ককের কাছে, এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছেন। এও জানিয়েছেন, যদি দলত্যাগী বিধায়কদের তরফ থেকে কোনও জবাব না পান তাহলে ধরে নেবেন, দুজনেই বিজেপির টিকিটে জিতেও তৃণমূলে যোগ দিয়ে শাসকদলের সঙ্গে প্রতারণা করেছেন। 

তন্ময় ঘোষকে পাঠানো শুভেন্দু অধিকারীর সেই চিঠি
তন্ময় ঘোষকে পাঠানো শুভেন্দু অধিকারীর সেই চিঠি

চিঠিতে কী লিখেছেন শুভেন্দু? 

আরও পড়ুন : সেপ্টেম্বরেই রাজ্যে শাহ, উত্তরবঙ্গের MP, MLA-দের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২ বিধায়ককে পাঠানো চিঠিতে লিখেছেন, একুশের বিধানসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্র থেকে তন্ময় ঘোষকে ও বাগদা থেকে বিশ্বজিৎ দাসকে BJP প্রার্থী করে। এবং ভোটে জিতে বিধানসভার সদস্য হন তাঁরা। কিন্তু ৩০ ও ৩১ তারিখ বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, তৃণমূলে ওই দুইজন বিধায়ক যোগ দিচ্ছেন। আর সেই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল নির্দিষ্ট দলের তরফেই।  

বাগদার বিশ্বজিৎ দাসকে চিঠি শুভেন্দু অধিকারীর
বাগদার বিশ্বজিৎ দাসকে চিঠি শুভেন্দু অধিকারীর

তারপরই শুভেন্দু লেখেন, সাত দিনের মধ্যে আপনারা নিজেদের অবস্থান স্পষ্ট করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে ধরে নেওয়া হবে, আপনারা বিজেপির টিকিটে জিতে তৃণমূলের সঙ্গে প্রতারণা করেছেন।  

সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। অপরদিকে মঙ্গলবার গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে যান বিশ্বজিৎ দাস। তন্ময় ঘোষের দলত্যাগের পর বিজেপি দাবি করেছিল, তৃণমূল ভয় দেখিয়ে তাঁকে দলে টেনেছেন।

Advertisement

আরও পড়ুন : Relationship : সেক্স ও টাকা নয়, ভারতীয়রা ভালোবাসেন এই জিনিসটি

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রথম ঘর ওয়াপসি করেন মুকুল রায়। এই নিয়ে প্রথম থেকে হুঁশিয়ারি দিয়ে এসেছেন শুভেন্দু। তিনি সোমবারই জানিয়েছিলেন, 'দলত্যাগী বিজেপি বিধায়ক আসলে মুকুল রায় ও তাঁর পিএসি মামলার গতিপ্রকৃতির দিকে নজর রাখছিলেন। সেই মামলার গতিপ্রকৃতি দেখেই তিনি সিদ্ধান্ত নেবেন ভেবেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তাঁকে দ্রুত মত বদলের সিদ্ধান্ত নিতেই হল।' রাজনৈতিক মহলের একাংশের মতে ৭ দিনের মধ্যে উত্তর না পেলে তন্ময় ও বিশ্বজিতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা। 

Advertisement