scorecardresearch
 

আজ অক্সফোর্ডের বিতর্কসভায় মুখ্যমন্ত্রী, তুলে ধরবেন বাংলার উন্নয়ন

দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে বুধবার এক বিশেষ কৃতিত্ব অর্জন করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিতর্কসভায় অংশ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Mamata Banerjee Mamata Banerjee
হাইলাইটস
  • দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নয়া কৃতিত্ব
  • অক্সফোর্ডের বিতর্কসভায় মমতা বন্দ্যোপাধ্যায়
  • বাংলার আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য

দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে বুধবার এক বিশেষ কৃতিত্ব অর্জন করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বিতর্কসভায় অংশ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে এই বিতর্ক সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

 

বার বার বেসুরো মদন, দল চাইলে ব্যবস্থা নেবে: সৌগত

জানা যাচ্ছে, গত জুলাই মাসেই এই বিতর্কসভার পরিল্পনা করেছিল  লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই সময়ই এই  বিতর্ক সভায় অংশ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান উদ্যোক্তারা। সেই মত নিমন্ত্রণ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে ভারচুয়ালি সেই সভায় অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিতর্কসভায় অক্সফোর্ডের পড়ুয়াদের প্রশ্নেরও জবাব দেবেন মমতা। সূত্রের খবর, ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কাছাকাছি প্রশ্ন জমা দিয়েছেন পড়ুয়ারা। কার মধ্যে নির্বাচিত কয়েকটি প্রশ্নের নিজেই জবাব দেবেন মমতা। যেখানে বাংলার উন্নয়ন নিয়েই মূল বক্তব্য রাখতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। 

ডিসেম্বরের শুরুতেও শীত পড়ল না জাঁকিয়ে, কী বলছে হাওয়া অফিস?

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এই বিতর্কসভায়  রোনাল্ড রেগান, জিমি কার্টার, দলাই লামা, মাইকেল জ্যাকসন, চার্চিল, আইনস্টাইন, মাদার টেরেসার মত ব্য়ক্তিত্বরা অংশ  নিয়েছেন। শোনা যাচ্ছে, বিতর্কসভায় রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু ও দুয়ারে বাংলা-র মতো একাধিক প্রকল্পের সাফল্য তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  নবান্ন সূত্রেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। 

Mamata Banerjee
Mamata Banerjee

এমনিতেই পড়ুয়াদের সঙ্গে সময় কাটানো বাংলার মুখ্যমন্ত্রীর অন্যতম পছন্দের। অক্সফোর্ডের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিতর্কে অংশ নিতে মুখিয়ে আছেন তিনিও। বাংলা থেকে এর আগে মাদার টেরিজাও একবার এখানে বক্তব্য রেখেছিলেন। এবার সেই সম্মানের অধিকারী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

Advertisement

 

Advertisement