বহিরাগত ইস্যুতে বারবার বিজেপিকে বিঁধছে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিহারগত ইস্যুতে এই আক্রমণে স্বয়ং ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিতে সুর চড়াচ্ছে বিজেপিও। আর এর মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার উন্নয়নে অবাঙালিদেরই হাত রয়েছে সবচেয়ে বেশি, এদিন প্রকাশ্যে এমনটাই দাবি করেন দিলীপ ঘোষ। যা নিয়ে ফের শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
প্রতিদিনই নানা বিষয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানানো দিলীপ ঘোষের দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে। ভোট পর্ব না মেটা পর্যন্ত এমনটাযে চলতে থাকবে তা সহজেই অনুমেয়। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নানা বিতর্কিত কথাও বলতে শোনা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতিকে। বুধবারই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ দাবি করেন, "বাংলার উন্নয়নে বাইরের মানুষরাই অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেই ইংরেজ আমল থেকে এটা চলে আসছে। গঙ্গার পারে যে জুট মিল ও কলকারাখানা গড়ে উঠেছে তাতেও কাজ করেন অবাঙালিরাই। "
এদিন হিন্দি ভাষাভাষি অধ্যুষিত অঞ্চলেই বক্তব্য রাখছিলেন দিলীপ। সেখানেই অবাঙালি ইস্যু উস্কে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই শহরে বহুদিন ধরে রিস্কা,ভ্যান চালিয়ে আসছেন বিহারী ভাইয়েরারা। এতদিন ধরে এই বাংলার উন্নয়নের হাত লাগিয়েছেন তাঁরা। আজ এদেরকেই শাসক দল বিহরাগতের তকমা দিচ্ছে। আর কাছের লোক হয়েছেন পিকে। শাহরুখ খানকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা নিয়েও ফের একবার তোপ দেগেছেন দিলীপ।
এমনিতেই বেঁফাস মন্তব্যের জন্য খ্যাতি রয়েছে দিলীপ ঘোষের। এর আগে দিলীপ দাবি করেছিলেন বাংলাকে গুজরাত বানাবেন। যা নিয়েও শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। যদিও পরে এর ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ বলেন, অন্য কোথাও যেন রাজ্যের বাসিন্দাদের চাকরির জন্য যেতে না হয়, সেই জন্য বাংলাকে গুজরাত বানাবে বিজেপি।
এমনিতেই রাজ্যে ভোটের দামামা বাজতেই একের পর এক কেন্দ্রীয় নেতাদের বাংলায় পাঠাতে শুরু করেছে গেরুয়া শিবির। তা নিয়ে বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্ব তুলে আঞ্চলিকতাবাদকে উস্কে দিতে চাইছে তৃণমূল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বহিরাগত ইস্যুতে আক্রমণ শানাচ্ছেন ঘাসফুলের ছোট-বড় সব নেতাই। এবার তৃণমূলকে পাল্টা কাউন্টার করতে বাঙালি-অবাঙালি বিভেদ উস্কে তুললেন বিজেপি রাজ্য সভাপতি।