scorecardresearch
 
Advertisement

Firhad Hakim on Anubrata Mandal: “অনুব্রতর গাড়ি থেকে লালবাতি খুলে নেওয়া হবে”, বিতর্কে জবাব ফিরহাদের

Firhad Hakim on Anubrata Mandal: “অনুব্রতর গাড়ি থেকে লালবাতি খুলে নেওয়া হবে”, বিতর্কে জবাব ফিরহাদের

“তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি লাগানোর অনুমতি ছিল না। গাড়ি থেকে বাতি খুলে নেওয়া হবে।” শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল লালবাতি লাগানো গাড়ি নিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন বলে অভিযোগ। যা নিয়ে বিতর্ক শুরু হয়। এদিন এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, গাড়ি সিজ করে কেস দেব। সবাইকে বলা হয়েছে। আমি যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি, কারও গাড়িতে আমাদের জুরিসডিকশন ছাড়া থাকবে না লালবাতি, নীলবাতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এটা বলে দিয়েছেন এর আগে।

Anubrat Mandal Has no Right to put Red Beacon on his Car Says, Transport Minister Firhad Hakim

Advertisement