scorecardresearch
 
Advertisement

West Bengal Monsoon Update: গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Monsoon Update: গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটির অবস্থান হচ্ছে দক্ষিণ মায়ানমারে। এই ঘূর্ণাবর্ত আমাদের সমুদ্র উপকূলের দিকে আসার সম্ভবনা আছে এবং আরো একটু ঘনীভূত হয়ে নিম্নচাপ হিসাবে এটি আসবে । এই প্রথম একটি নিম্নচাপ যেটি বাংলাদেশ ঘেঁষে ভারতের দিকে আসার সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে এই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে ১৮ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে বৃষ্টি না হলেও দুপুরের দিক থেকে শুরু হবে বৃষ্টি । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর,দুই বর্ধমানে। কলকাতার ক্ষেত্রেও কালকে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অনেকটাই কমে যাবে এই বৃষ্টির ফলে । ১৯ ও ২০ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।

West Bengal Monsoon Update

Advertisement