ঘুরতে কে না ভালোবাসে? ভ্রমণপ্রিয় ব্যক্তিদের অনেকেরই ইচ্ছে থাকে বিদেশে ঘুরতে যাওয়ার। কিন্তু বিপুল পরিমাণে অর্থ খরচের জন্যে 'সে গুড়ে বালি' হয়। তবে জানেন কি এমন অনেক জায়গা আছে, যেখানে খুব কম বাজেটে ঘুরে আসতে পারেন আপনি? এই সমস্ত জায়গায় নিজের শখও পূরণ করতে পারবেন আপনি সহজেই। চলুন জেনে নেওয়া যাক, এই রকম বিদেশী কিছু জায়গার নাম।
নেপাল
খুব কম টাকা ও সময়ে আপনি নেপাল ঘুরে আসতে পারেন। ভারতের এই প্রতিবেশী দেশে বাস করে যাওয়ার ব্যবস্থাও আছে। ভারতের ১ টাকার মূল্য এখানে ১.৬০ টাকা। নেপালের পাহাড়, মন্দির ও মনাস্টারিগুলি ট্যুরিস্টদের ভালো লাগবেই। এমনকি এখানে মনপসন্দ জিনিস কিনতেও পারবেন সহজে।
শ্রীলঙ্কা
অনেকেই বলেন ভারতের কেরালা ট্রিপ, শ্রীলঙ্কা ট্রিপের থেকে বেশি খরচা সাপেক্ষ। এখানের ১ টাকা শ্রীলঙ্কার ২.৩০ টাকার সমান। যদি আপনি এখানে যাওয়ার প্ল্যান করেন, তাহলে অবশ্যই এলাতে যাবেন। এটাই ট্যুরিস্টদের প্রথম আকর্ষণ।
ভিয়েতনাম
কম খরচ হবে এরকম দেশগুলোর মধ্যে ভিয়েতনাম অন্যতম। এখানের ১ টাকা ভিয়েতনামে ৩৩৪.৬৮ টাকা। এই দেশে গিয়ে আপনি প্রচুর কেনা কাটাও করতে পারবেন।
হাঙ্গেরি
অনেকেই ভাবেন ইউরোপ অনেক খরচা সাপেক্ষ। কিন্তু তা কিন্তু নয়। কিছু জায়গা আছে যেখানে অনেক কম খরচে ভ্রমণার্থীরা ঘুরে আসতে পারেন। ইউরোপের হাঙ্গেরেতে খুব কম খরচে আপনি ঘুরে আসতে পারেন। এখানের ১ টাকার, ওই দেশে ৪.১২ ।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার ১ টাকার মূল্য ভারতে ০.০০৪৮ টাকা। লং ট্রিপের জন্যে এই দেশ খুব ভালো। এখানের অনেক জিনিসই ভারতের থেকেও সস্তা। বালির সৌন্দর্য্য সকলকেই আকৃষ্ট করবে।
কস্টা রিকা
প্রকৃতিপ্রেমীদের জন্যে কস্টা রিকা স্বপ্নের থেকে কম কিছু নয়। এই জায়গাটি এতটাই সস্তা যে আপনাকে বেশি ভাবনা চিন্তা করতে হবে না। এখানের ১ টাকার মূল্য ওই দেশে ৮.২৬। এমনকি বনাঞ্চলে ঘুরতেও খুব ভালো লাগবে সকলের।
ক্যাম্বোডিয়া
ক্যাম্বোডিয়া খুবই কম খরচে ঘুরে আসা যায়। তার সঙ্গে বিভিন্ন ধরণের অ্যাডভেঞ্চারও করতে পারবেন এখানে। ভারতের ১ টাকার মূল্য এখানে ৬০ ক্যাম্বোডিয়ান রিয়েল। খুব বিলাস বহুল একটি ট্রিপ আপনি করতে পারবেন এখানে তাও আবার একদম কম খরচে।