পর্যটক ও ফুলপ্রেমীদের জন্য সুখবর! ১৩ ফেব্রুয়ারি থেকে জনসাধারণের জন্য ফের খুলেছে মোঘল গার্ডেনের দরজা ৷ করোনা মহামারির মধ্যে নিয়ম বিধি মেনেই প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে।
তবে করোনা কালে মোঘল গার্ডেনে গিয়ে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়নি। রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, একমাত্র অনলাইন বুকিংয়ের মাধ্যমেই মোঘল গার্ডেনে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা৷
রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহে একদিন, সোমবার বন্ধ থাকবে গার্ডেন৷ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে৷ প্রবেশের মুখে থার্মাল স্ক্রিনিং করা হবে৷ প্রতিটা স্লটে ১০০ জনের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷
এই বাগানে রয়েছে ১৩৮ রকমের গোলাপ আর ৭০ রকমের নানা মরশুমী ফুল। শীতের মরশুমে গোলাপ-টিউলিপে সজ্জিত এই গার্ডেন সকলের চোখ জুড়িয়ে দেয়।
তাই শীতের মরসুমে সাধারণ মানুষকে আনন্দ দিতে কিছু দিনের জন্য খুলে দেওয়া হয় রাষ্ট্রপতির ভবনে মোঘল গার্ডেনের দরজা।