scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Corona Virus: রক্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে হতে পারে ঘোর বিপদ! আপনার সেই লক্ষণগুলি নেই তো?

করোনার লক্ষণ
  • 1/8

এরকম অনেক ঘটনা শোনা গেছে যেখানে মানবদেহের মস্তিষ্কে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাস। গবেষণা অনুযায়ী, শরীরের রক্ত প্রবাহের সমস্যা হয় এর ফলে। আর যা ডেকে আনে আরও একাধিক শারীরিক সমস্যা। আপনি যদি করোনাকে জয়ও করে থাকেন, তাও শরীরের এই উপসর্গগুলির দিকে আপনি নজর না দিলে হতে পারে বিপদ। আসুন জানা যাক, বিস্তারিত।
 

করোনার লক্ষণ
  • 2/8

রক্ত জমাট বাঁধা

হাসাপাতালে ভর্তি কোভিড আক্রান্তদের বেশিরভাগ কমবয়সী ও বয়স্কদের শরীরে রক্ত জমাট বাঁধছে। চিকিৎসকদের মতে যাঁদের ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগ রয়েছে, তাঁদের জন্যে রক্ত জমাট বাঁধা বেশি ক্ষতিকারক।
 

ফুসফুসর সমস্যা
  • 3/8

ফুসফুসর সমস্যা

কোভিডের ফলে রক্ত জমাট বাঁধার ফলে ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। এমনকি শ্বাসযন্ত্রেও জটিল সমস্যা দেখা দেয়।

Advertisement
হৃদযন্ত্রের সমস্যা
  • 4/8

হৃদযন্ত্রের সমস্যা

আমেরিকান ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ছোট জমাট বাঁধা রক্তের ফলে হৃদযন্ত্রের কপাট দুর্বল হয়ে যায়। যার ফলে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায় এবং সেই জন্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে।
 

কিডনির সমস্যা
  • 5/8

কিডনির সমস্যা

রক্ত জমাট বাঁধলে কিডনির সমস্যাও হয়। এমনকি করোনা ফলে মানুশের কিডলি যে আক্রান্ত হয় তা প্রায় সকলেরই জানা।
 

 থ্রম্বোসিস
  • 6/8

 থ্রম্বোসিস

কোভিডে আক্রান্ত হলে আরও একটি রোগের সম্ভবনা থাকে। থ্রম্বোসিস রোগে আক্রান্ত হয়ে অনেকে। যার অর্থ পায়ে রক্ত জমাট বেঁধে যায়। অনেকের খুব অল্প লক্ষণ দেখা দেয় প্রাথমিকভাবে। তবে পরবর্তীকালে তা বড়ও আকার ধারণ করে।
 

শরীরের প্রদাহ
  • 7/8

 শরীরের প্রদাহ

করোনা ভাইরাসের জন্যে শরীরে প্রদাহ দেখা দেয়। যখন ভাইরাস ত্বকে আক্রান্ত হয়, তখন রক্ত জমাট বেঁধে যায় এবং যার ফলে ঘাম হওয়া শুরু হয়। এর ফলে ভবিষ্যতে আরও সমস্যা দেখা দেয়।
 

Advertisement
ত্বকের রঙের পরিবর্তন ও ফুসকুড়ি
  • 8/8

ত্বকের রঙের পরিবর্তন ও ফুসকুড়ি

ত্বকের রং পরিবর্তন ও ফুসকুড়ি হওয়াও কোভিডের লক্ষণ। রক্তে ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এসব লক্ষণ দেখা যায়। এমনকি নীল, বেগুনি বা লাল রঙের ফুসকুড়ি দেখা দিতে পারে এক্ষেত্রে।
 

Advertisement