scorecardresearch
 

Turmeric Ghee Benefits : ঘি-হলুদ মিশিয়ে মুখে লাগান, গ্ল্যামারের ছটা নিজেই বুঝবেন

ঘি-তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা নিস্তেজ ত্বকের কোমলতা ফেরাতে খুবই কার্যকরী। এটি ত্বককে নরম করে এবং হাইড্রেটেড রাখে। আয়ুর্বেদ অনুসারেও মুখে ঘি লাগানো ভাল। এটি ব্রণ কমাতেও কার্যকরী। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ঘিয়ের প্রচুর উপকারিতা
  • সঙ্গে মেশাতে পারেন হলুদ
  • মুখে জন্য দারুণ ফেসপ্যাক

ত্বক ভাল রাখতে অনেকেই অনেক প্রোডাক্ট ব্যবহার করেন। তবে এটা নিঃসন্দেহে বলা যায়, যে বাড়ির রান্নাঘরেই রয়েছে ত্বক মসৃণ ও চকচকে রাখার অনেক উপাদান। তেমনই একটি উপাদান হল ঘি। স্বাস্থ্যের জন্য ঘি-এর যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনই ত্বকের ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায়। এমন কিছু জিনিস আছে যা ঘি-এর সঙ্গে যোগ করলে তার উপকারিতা বহুগুণ বেড়ে যায়। যেমন হলুদ। ঘি আর হলুদ মিশিয়ে মুখে লাগালে তা খুবই উপকারী।

ঘি-তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা নিস্তেজ ত্বকের কোমলতা ফেরাতে খুবই কার্যকরী। এটি ত্বককে নরম করে এবং হাইড্রেটেড রাখে। আয়ুর্বেদ অনুসারেও মুখে ঘি লাগানো ভাল। এটি ব্রণ কমাতেও কার্যকরী। 

কীভাবে লাগাবেন?
প্রথমে এক চা চামচ হলুদের সঙ্গে ২ চা চামচ ঘি মিশিয়ে নিন। তারপর সেটি মুখে ম্যাসাজ করুন। মোটামুটি ১০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর ভাল করে ধুয়ে নিন। হলুদের ঔষধিগুণ মুখের কালো দাগ, পিগমেন্টেশনের জন্য আদর্শ সমাধান। এই কারণে, ত্বকের জন্য যে সমস্ত প্রসাধনী সামগ্রী পাওয়া সেগুলিতেও অনেক সময় হলুদ ব্যবহার করা হয়। 

এছাড়া ঘি-এর ফেসপ্যাক তৈরি করে ত্বকেও লাগাতে পারেন। এর জন্য একটি বাটিতে ২ চামচ ঘি এবং ২ চামচ বেসন মেশান। তাতে এতে এক চিমটে হলুদ দিন। এরপর একদম শুকনো মুখে ফেসপ্যাকটি লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ বার লাগান। তাতে ভাল ফল পাবেন। পাশাপাশি ফাটা ঠোঁটের সমস্যা দূর করতেও ঘি এবং হলুদ ব্যবহার করতে পারেন। প্রতিদিন রাতে ঠোঁটে ঘি লাগালে তা নরম ও কোমল থাকে।

আরও পড়ুন মাত্র এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের রোগীকে, জানতেন?

Advertisement


 

Advertisement